আসল নাম

Leati Joseph Anoa'i

জন্মদিন

২৫ মে, ১৯৮৫

জন্মস্থান

Pensacola, Florida, US

বাসস্থান

Tampa, Florida, US

উচ্চতা

৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মি)

ওজন

১২০ কেজি (২৬৫ পাউন্ড)

ট্রেনারস

Afa Anoa'i, Sika Anoa'i, FCW

অভিষেক

১৯ আগস্ট, ২০১০


১৯৮৫ সালের ২৫ শে মে -তে আমেরিকার ফ্লোরিডার পেনসাকেলোর Anoai পরিবারে জন্মগ্রহন করেন বর্তমানের জনপ্রিয় রেসলার Leati Joseph 'Joe' Anoai, যিনি রোমান রেইন্স নামে সমধিক পরিচিত। বন্ধু মহলে তাকে Joe Anoai নামেই ডাকা হয়।

WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোমান একজন আমেরিকান পেশাদার কুস্তিগীর এবং Canadian Football টীমের ডিফেন্সিভ ট্যাকেল এর প্রাক্তন ফুটবল খেলোয়াড়। তার ওজন ১২০ কেজি ও উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। তিনি WWE তে যোগ দেন Anoa'i তথা Samoan-American পরিবারের রেসলিং ভবিষ্যত বজায় রাখতে। বর্তমানে তিনি WWE তে ৬ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।

♦ রোমানের ব্যক্তিগত জীবন :

রোমান বংশগত দিক থেকে অর্ধ সামোয়ান-অর্ধ ইতালিয়ান। তার বাবা Sika ও ভাই Rosey ও রেসলার ছিলেন। সে Yokozuna, Rikishi, Umaga, The Tonga Kid, The Usos দের কাজিন এবং Dwayne "The Rock" Johnson এর দুঃসম্পর্কের কাজিন। তিনি তার বংশের ধারা মান্য করেই এক হাতে সামোয়ান ট্যাটু করেন, যেটি 'tatau' নামে পরিচিত।

তিনি ২০১৪ সালের ডিসেম্বরে, ২১ বছর বয়সে এক কন্যা সন্তানের জননী Galina Joelle Beckar এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের এখন ৫ সন্তান আছে। রোমান স্মোকিং না করলেও তার অ্যালকোহল পান করার গুঞ্জন আছে। রোমানের প্রিয় রেসলার হল "ব্রেট দ্যা হিটম্যান হার্ট", প্রিয় অ্যাক্টর "Pierce Brosnan", প্রিয় মুভি - "The Wolf Of Wall Street"।

রোমানের ছেলেবেলা কাটে পেন্সিকোলাতেই। তিনি Georgia Institute Of Technology বিশ্ববিদ্যালয়ে "ম্যানেজমেন্ট" বিষয়ে পড়ালেখা করেছেন। রোমান পরে একজন প্রফেশনাল ফুটবল খেলোয়াড় হয়েছিলেন।

• রোমানের ফুটবল ক্যারিয়ার :

Joe-র ছোটবেলা থেকেই ফুটবলের নেশা, সময় পেলেই কাজিন ভাইদেরকে নিয়ে চলে যেতেন মাঠে ফুটবল খেলতে। স্কুলের মাঠেও ছিলেন ফুটবলের পোকা। রোমান ছোটবেলা থেকেই "ডিফেন্স" রোলে ফুটবল খেলত। স্বপ্ন তার পেলে বা মেরাডোনার মত একজন ফুটবল তারকা হওয়ার। আর তাই তো স্কুলের গন্ডি পেরিয়ে যখন হাই স্কুলে ওঠেন তখন যোগ দেন ঘরোয়া ফুটবল টীমে এবং হাইস্কুল লাইফে ৩ বছর ফুটবল খেলেন। কলেজ লাইফে তিনি "Defensive Player Of The Year" খেতাব লাভ করেন।

Georgia Institute Of Technology কলেজে থাকা অবস্থায় রোমান কলিগেট ফুটবল খেলে এবং ফুটবলকেই তার প্রোফেসন হিসেবে বেছে নেয়। তার কলেজ টিম "Georgia Tech Yellow Jacket" এর ক্যাপ্টেন ছিল রোমান নিজেই। ২০০৭ সালে রোমান প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার শুরু করে, এই সময় তিনি NFL (National Football League) এ Minnesota Vikings দলে সুযোগ পান। তবে কিছু দিন পরেই সেখান থেকে রিলিজ হন রোমান।

এরপর একই লিগের Jacksonville Jaguars টিম তাকে দলে নেয়। ২০০৮ সালে সে CFL (Canadian Football League) এর Edmonton Eskimos এর হয়ে ৯৯ নাম্বার জার্সি পড়ে পুরো এক সিজন খেলে এবং সেখানে মোট ৫ টি ম্যাচ খেলেছিল রোমান। CFL লিগে খেলার সময় তার বেস্ট ম্যাচ ছিলো Hamilton Tiger-Cats দলের বিপক্ষে, যেখানে রোমান ৫ টি গোল ডিফেন্স করেছিলো। ২০০৮ সালে নভেম্বর মাসের ১০ তারিখে রোমান ফুটবল ক্যারিয়ার থেকে অবসর নেয়।

♦ রোমানের রেসলিং ক্যারিয়ার :

• রেসলিং জগতে প্রবেশের ইতিহাস :

২০১০ সালে রোমান দেখলেন তার দাদু-বাবা-আঙ্কেল এমনকি কাজিন ভাইয়েরা অধিকাংশই পেশাদার রেসলার। অনুভব করলেন রেসলিং তার রক্তে মিশে আছে। রেসলিং এর প্রশিক্ষণ নেওয়া শুরু করলেন বাবা Sika Anoai এবং তার সঙ্গে Afa Anoai এর কাছ থেকে। পরে একই বছরের জুলাই মাসে যোগ দিলেন WWE এর ফ্লোরিডার ট্রেনিং সেন্টার Florida চ্যাম্পিয়নশিপ রেসলিং কোম্পানীতে।

ছোটবেলাতে রোমানের দাদু চাইতেন বড় হয়ে রোমান যেন তাদের বংশের মান রেখে রেসলার হয়ে উঠে, WWE তে যোগ দেওয়াতে তাঁর স্বপ্ন যেন সত্যি হতে লাগলো।

• WWE তে রোমানের প্রবেশ :

রোমান রেইন্স -এর রেসলিং ডেবিউ হয় ২০১০ সালে। ২০১০ সালের জুলাইয়ে রোমান WWE এর সাথে যুক্ত হয় এবং ৯ সেপ্টেম্বরে সে Roman Leakee নামে WWE এর একটি ডেভেলপমেন্টাল টেরিটরি FCW (Florida চ্যাম্পিয়নশিপ Wrestling) এর হয়ে ডেবিউ করে। রোমান তার লাইফের প্রথম দুটি ম্যাচ হার দিয়ে শুরু করে। সে তার প্রথম জয় পায় ২১ সেপ্টেম্বরে Fahd Rakman এর বিপক্ষে।

রোমান তার প্রথম চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলছিল ২০১১ সালের ৮ জুলাই Donny Marlow এর সাথে টিম আপ করে, FCW Florida ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এর জন্য, কিন্তু তারা ওই ম্যাচটা জিততে সক্ষম হয়নি।

২০১২ সালের ৫ ফেব্রুয়ারিতে রোমান, Dean Ambrose ও Seth Rollins এর মধ্যে একটা Triple Threat ম্যাচ হয়েছিল এবং ম্যাচে লিয়াকি(রোমান) সেথ আর ডিনকে এক সাথে সামোয়ান ড্রপ দিয়েছিলো। লিয়াকি ডিন অ্যাম্ব্রোসকে তার ফিনিশার স্পিনিং বুলডগ দিয়ে পিন করে ম্যাচ জিতে গিয়ে FCW Florida হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর জন্য ১st Contender হয়েছিল। কিন্তু সেই ম্যাচটা রোমান জিততে পারেনি।

এরপর সে Dalton Marlow এর সাথে FCW Florida ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে, যেটা ছিল তার প্রথম চ্যাম্পিয়নশিপ জয়। FCW তে ২ বছর থেকে নিজের ট্রেনিং কোর্স সম্পূন্ন করার পর ২০১২ সালের ৩১শে অক্টোবর সে যোগ দেয় NXT তে রোমান রেইন্স নামে।

• রোমানের WWE তে ডেবিউ এবং Shield এর সূচনা :

রোমান রেইন্স WWE এর মেইন রোস্টারে ডেবিউ করে ১৮ নভেম্বর ২০১২ তে সারভাইবর সিরিজ পিপিভিতে Dean Ambrose ও Seth Rollins এর সাথে 'The Shield' নামক ভয়ঙ্কর টিমের একজন সদস্য হয়ে। The Shield তাদের ডেবিউতেই Ryback কে এটাক করে CM Punk কে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল।

Shield এর প্রথম ফিউড হয়েছিল WWE ট্যাগ টিম চ্যাম্পিয়ন Kane & Daniel Bryan এর টিম Hell No এর সাথে। The Shield তাদের ডেবিউ ম্যাচ খেলেছিল টিম Hell No ও Ryback এর সাথে TLC পিপিভিতে এবং সেই ম্যাচে তারা জয়লাভ করে, এরপর তারা জানুয়ারি ২০১৩ তে The Rock & Ryback এর সাথে ছোটখাটো ফিউড করে।

ফেব্রুআরি ২০১৩ তে The Shield বনাম John Cena, Ryback ও Sheamus এর Elimination Chamber ম্যাচ হয়। The Shield সেই ম্যাচটাও জিতে নেয়। এরপর Sheamus, Randy Orton ও Big Show এর সাথে টিম করে রেসেলমেনিয়া XXIX এ The Shield এর সাথে খেলে। সেই ম্যাচ টাও Shield জিতে নেয়।

এরপর Shield আবার টিম Hell No এর সাথে ফিউড করে এবং ১৯ মের এক্সট্রিম রুলস এ রোমান রেইন্স ও Seth Rollins WWE ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর তারা টিম Hell No, The Usos & Prime Time Players এর সাথে তাদের টাইটেল ডিফেন্ড করে। ২৩ সেপ্টেম্বরের RAW তে The Shield একটি Eleven-On-Three (১১ জন বনাম ৩) Handicap Elimination ম্যাচ খেলে। ১৪ অক্টোবরের Raw তে রোমান ও Seth, Cody Rhodes ও Golddust এর কাছে তাদের টাইটেল হারায়।

• সারভাইভর সিরিজ ও রয়াল রাম্বালে এলিমিনেশনের রেকর্ড :

২০১৩ এর সারভাইভর সিরিজ পিপিভিতে রোমান একাই ৪ জনকে এলিমিনেট করে মোষ্ট এলিমিনেশন এর রের্কড এ সমতা আনেন, এরপর CM Punk এর সাথে তার ফিউড হয় এবং The Shield এর সহযোগিতায় জানুয়ারিতে Raw এর স্পেশাল এপিসোড Old School এ Punk কে হারায় রোমান।

২০১৪ এর রয়্যাল রাম্বাল পিপিভিতে রোমান ১৫ নম্বরে এন্ট্রি করে এবং ১২ জনকে এলিমিনেট করে মোষ্ট এলিমিনেশন এর নতুন রেকর্ড করে। সেই ম্যাচে রানার্স আপ হয় রোমান আর Batista জয়ী হয়। এরপর The Shield এর ফিউড হয় The Wyatt Family এর সাথে। Elimination Chamber এ The Shield হেরে যায়, Wyatt Family এর বিপক্ষে।

• Shield এর ভাঙ্গন এবং রোমানের একলার যাত্রা শুরু :

রেসেলমেনিয়া XXX এ The Shield এর ম্যাচ হয় Kane, The New Age Outlaws (Road Dogg ও Billy Gunn) এর সাথে, আর Shield সেটাতেও জয়লাভ করে, এর কিছুদিন পর HHH Evolution পুনর্গঠন করে The Shield এর সাথে এক্সট্রিম রুলস এবং পেইব্যাক এ হেরে যায়, পেইব্যাক এর পরের দিনই Seth Rollins, রোমান ও Ambrose কে এটাক করে The Shield ভেঙ্গে দেয়। এরপর থেকে রোমান সিংগেল খেলেছে।

মানি ইন দ্যা ব্যাংক ২০১৪ তে রোমান, John Cena এর সাথে তার প্রথম WWE হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলে এবং সেটা হেরে যায়। এর পর সে ব্যাটলগ্রাউন্ড এও WWE হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ এর একটা চান্স পায়। সেটা ছিল ফ্যাটাল ৪ ওয়ে ম্যাচ কিন্তু রোমান সেটি জিততে অক্ষম হয়। এরপর রোমান ও Seth ফিউড করে, তাদের মধ্যে Night Of চ্যাম্পিয়ন এ ম্যাচ ঠিক হয়েছিল কিন্তু রোমানের হার্নিয়ার প্রব্লেম ধরা পড়লে তাকে সার্জারির জন্য WWE এর বাইরে থাকতে হয়।

• স্ল্যামি অ্যাওয়ার্ড ও রয়্যাল রাম্বাল জয় :

৮ ডিসেম্বরে রোমান সবথেকে কম বয়সে "Superstar Of The Year" Slammy Award গ্রহন করার মাধ্যমে রিটার্ন করে।

২০১৫ সালের রয়্যাল রাম্বালে রোমান Big Show, Kane ও Rusev কে এলিমিনেট করে রাম্বাল ম্যাচের বিজয়ী হয় এবং রেসেলমেনিয়াতে WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর টাইটেল শট লাভ করে। এই ম্যাচের পরে দর্শকদের কাছ থেকে রোমান নেগেটিভ রিঅ্যাকশন পেয়েছিল। 

ফাস্টলেন ২০১৫ তে Daniel Bryan এর বিপক্ষে তার রেসেলমেনিয়া টাইটেল শট ডিফেন্ড করে। রেসেলমেনিয়া XXXI মেইন ইভেন্ট Brock Lesnar Vs রোমান রেইন্স চলাকালীন, সেথ রলিন্স তার MITB ক্যাশ ইন করে রোমানকে পিন করে জিতে যায়। এই ম্যাচটি রোমানের ক্যারিয়ারের সেরা ম্যাচের মধ্যে একটি ছিল।

এর পর রোমান এর ফিউড হয় Big Show, Randy Orton ও Bray Wyatt এর সাথে, রোমান ও Bray এর ফিউডে ডেবিউ করে Brown Strowman। রোমান, Ambrose ও Y২J মিলে The Wyatt Family এর সাথে খেলে এবং হারে।

• WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয় :

২০১৫ সালে সেথ রলিন্সের ইনজুরির কারনে ভ্যাকান্ট হয়ে যাওয়া WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে রোমান অংশগ্রহন করে। সারভাইর সিরিজে প্রথম রাউন্ডে Big Show কে, কোয়ার্টার ফাইনালে Cesaro কে, সেমিফাইনালে Albetro Del Rio কে এবং ফাইনালে ডিন আম্ভ্রোসকে হারিয়ে জীবনে প্রথমবারের মতো WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় রোমান রেইন্স। কিন্তু তার সেই চ্যাম্পিয়নশিপ ছিলো মাত্র ৫ মিনিট ১৪ সেকেন্ডের জন্য। রোমানের টাইটেল জয়ের কিছুক্ষনের মধ্যেই তৎকালীন মি: মানি ইন দ্যা ব্যাঙ্ক শেইমাস এসে MITB ক্যাস ইন করে রোমানকে পিন করে জিতে যায়।

ফলস্বরূপ পরবর্তী PPV TLC -তে শেইমাসের সঙ্গে টাইটেল ম্যাচ দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত লিগ অব নেসানের জন্য তিনি এবারও টাইটেল জয় করতে অক্ষম হন এবং ইন্টারফেয়ার করার জন্য ট্রিপল এইচকে অ্যাটাক করেন। পরের দিনের Raw তে ভিন্স মিকম্যান তার সঙ্গে শেইমাসের পুনরায় টাইটেল ম্যাচ দেয় তবে এই ম্যাচের স্টিপুলেশন অনুযায়ী রোমান হারলে তাকে WWE ছেড়ে চলে যেতে হত।

সেই ম্যাচে ইন্টারফেয়ারেন্স অতিক্রম করে শেইমাসকে স্পিয়ার দিয়ে হারিয়ে তিনি পুনরায় দ্বিতীয়বারের মতো WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন। রয়্যাল রাম্বাল ২০১৬ তে তাকে তার টাইটেল ডিফেন্ড করতে হয় আরও ২৯ জনের সাথে। ওই ম্যাচে ৩০ নম্বরে এন্ট্রি করে HHH সেই টাইটেল জিতে নেয়।

• ট্রিপল এইচ, এজে স্টাইলস -দের সাথে ফিউড :

এরপর ফাস্টলেন এ Brock Lesnar ও Dean Ambrose এর সাথে হওয়া ম্যাচ জিতে রোমান দ্বিতীয়বার রেসেলমেনিয়া মেইন ইভেন্টে খেলার সুযোগ পায় HHH এর বিরুদ্ধে। সেই ম্যাচে রোমান জয়লাভ করে এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়।

এরপর The Phenomenal Aj Style -এর সাথে রোমান পেইব্যাক ও এক্সট্রিম রুলস এ দুইবার টাইটেল ডিফেন্ড করে। এক্সট্রিম রুলস এ Aj কে হারানোর পর Seth Rollins ইঞ্জুরি থেকে ব্যাক করে রোমান কে চ্যালেঞ্জ করে তার টাইটেলের জন্য। MITB তে রোমান এর Spear কে Pedigree তে কাউন্টার করে জয়ী হয় সেথ।

• রোমান এর ড্রাগ টেস্টে ধরা পরা এবং শাস্তি :

২১ জুন রোমানকে নিষিদ্ধ ড্রাগ গ্রহণ করা তথা "WWE's Wellness Program" লঙ্ঘন করার জন্য ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়। শোনা গেছে WWE মানি ইন দ্যা ব্যাঙ্কের আগে থেকেই এই ব্যাপারে জানতো আর এই কারণেই তাঁকে টাইটেল থেকে বিচ্যুত করা হয়েছিল। রোমান পরবর্তীতে নিজের ট্যুইটার আকাউন্টে ফ্যানেদের কাছে ক্ষমা চেয়ে নেয়।

২০১৬ সালের জুলাইতে WWE ড্রাফটে রোমান Raw তে ২য় পিক হিসেবে ড্রাফট হয়। Raw এর নিউ টাইটেল WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট এ The Demon King Finn Bálor এর কাছে হেরে রোমান ইউনিভার্সাল টাইটেল শট থেকে ছিটকে যায়।

এরপর Rusev এর সাথে তার US টাইটেলের ফিউড শুরু হয়। Summer Slam এ নো কনটেস্টে শেষ হলেও Clash Of Champions পিপিভিতে রুসেভকে হারিয়ে প্রথমবারের মতো ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয় রোমান। পরের হেল ইন এ সেল এ টাইটেল ডিফেন্ড করে রোমান।

• WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ফিউড :

এরপর রোমান WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কেভিন ওয়েন্সকে নন টাইটেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে এবং সেই ম্যাচ জিতে নিয়ে পরের PPV "Roadblock: End Of The Line" -এ চ্যাম্পিয়নশিপ ম্যাচ পায়।

১৮ ডিসেম্বরে হওয়া সেই ম্যাচটি রোমানের জয়ের অবস্থান থেকে ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয় কারণ ক্রিস জেরিকো ওয়েন্সকে ম্যাচ চলাকালীন অ্যাটাক করে। ৯ জানুয়ারিতে হওয়া Raw তে জেরিকো রোমানকে US টাইটেলের ম্যাচে পরাজিত করে, যার মধ্যে ওয়েন্সেরও অবদান ছিল।

ফলে ২৯ শে জানুয়ারিতে রয়্যাল রাম্বাল এ রোমানের সঙ্গে ওয়েন্সের নো ডিস্কলিফিকেশন চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয় যেটাতে এবার Braun Strowman এর ইন্টারফেয়ারেন্সে রোমান পরাজিত হয়। সেই রাতেই রয়াল রাম্বাল ম্যাচে রোমান ৩০ নম্বরে এন্টার করে Bray Wyatt, Chris Jericho ও The Undertaker কে এলিমিনেট করে কিন্তু শেষে দ্যা ভাইপার র‍্যান্ডি অরটনের দ্বারা এলিমিনেট হয়ে রানার আপ হয়ে যায়।

৫ই মার্চ ফাস্টলেন পিপিভিতে রোমান Strowman কে প্রথম ব্যক্তি হিসাবে পিন করে হারায়। এরপরে দ্যা আন্ডারটেকারের সাথে ফিউড শুরু করে রোমান।

• রেসেলমেনিয়াতে টেকারের বিরুদ্ধে জয় :

রোমান ২০১৭ সালের রেসেলমেনিয়া ৩৩ -এ The Undertaker -কে একটি No-Holds-Barred ম্যাচে পিনফলে হারিয়ে দেয়। এই ম্যাচ শেষে টেকার তার রেসলিং গিয়ারগুলি খুলে রিং পরিত্যাগ করেন। অর্থাৎ রোমান রেইন্স হল টেকারকে রেসেলমেনিয়াতে হারানো দ্বিতীয় ব্যক্তি যেটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।

পরের দিন Raw তে রোমান দর্শকদের কাছে অত্যাধিক পরিমাণে নেগেটিভ রিএকশন পায় এবং শেষ পর্যন্ত "This Is My Yard Now" বলে রিং ত্যাগ করে।

• স্ট্রোম্যানের এবং সিনার সাথে পুনরায় ফিউড :

৩০ এপ্রিল 'পেইব্যাক' পিপিভিতে স্ট্রোম্যানের দ্বারা আহত রোমানের ম্যাচ হয় যে ম্যাচে রোমান পরাজিত হয়। ৯ই জুলাইতে হওয়া গ্রেট বলস অফ ফায়ার পিপিভিতে একটা এম্বুলেন্স ম্যাচে রোমান স্ট্রোম্যানের কাছে পরাজিত হয় কিন্তু ম্যাচের পরে সে স্ট্রোম্যানকে আক্রমণ করে এম্বুলেন্সের মধ্যে ভরে একটি প্রোডাকশন ট্রাকের দিকে নিয়ে যায়।

২০ আগস্টে সামারস্ল্যাম পিপিভিতে WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে রোমান ব্রক লেসনারের কাছে পরাজিত হয় যেখানে স্ট্রোম্যান এবং জো জড়িত ছিল। এরপর রোমান এবং সিনার ফিউড শুরু হয়।

সিনা রোমানকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করলে তাদের মধ্যে নো মার্সি এর জন্য ম্যাচ ঠিক করা হয়, একে অপরের বিরুদ্ধে কিছু শুট প্রমো (রিয়েল লাইফের কোনো বিষয় নিয়ে বা কিফ্যাব ভঙ্গ করে এমন প্রোমো) কাট করে ২৪ সেপ্টেম্বরে হওয়া নো মার্সি পিপিভিতে রোমান সিনাকে পরাজিত করে।

• Shield পুনর্গঠন ও গ্র্যান্ড স্ল্যাম অর্জন :

৯ অক্টোবর ২০১৭ এর Raw তে রোমান রেইন্স, সেথ রলিন্স এবং ডিন অ্যামব্রোস -দের পুনর্মিলন ঘটে। দ্যা মিজ এর "Miz TV" সেগমেন্ট চলাকালীন প্রথমে রোমান এবং পরে একে একে অ্যামব্রোস এবং সেথ এসে Miz, Curtis Axel, Cesaro ও Sheamus -দেরকে অ্যাটাক করে এবং শেষে মিজ এর উপরে শিল্ড এর সিগনেচার মুভ ট্রিপল পাওয়ার বম্ব হিট করে। সারভাইবর সিরিজে "The Shield" বনাম, "The New Day" -এর ম্যাচে Kofi কে Spear হিট করে রোমান। এরপর Top Rope থেকে Super Triple পাওয়ারবম্ব হিট করে দ্যা শিল্ড জয়লাভ করে।

২০ নভেম্বরের Raw তে, The Miz কে হারিয়ে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে রোমান রেইন্স যার মাধ্যমে রোমান হয়েছিলেন WWE এর ১৭তম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন তথা ২৮ তম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন।

এরপরে রেইন্স তার টাইটেলের জন্য ওপেন চ্যালেঞ্জ দেওয়া শুরু করে এবং একে একে Elias, Jason Jordan, Cesaro ও Samoa Joe -কে হারায় এবং তারপরে Raw এর ২৫ শে বার্ষিকীতে The Miz এর কাছে পরাজিত হয়ে তার ৬৩ দিনের টাইটেল রেইনের অবসান ঘটে। তারপরে রোমান রয়্যাল রাম্বাল পিপিভিতে রাম্বাল ম্যাচের রানার আপ হয়। এরপরে IC টাইটেলের রিম্যাচেও রেইন্স দ্যা মিজের কাছে টাইটেল জয় করতে অক্ষম হয়।

• এলিমিনেশন চেম্বার জয় ও ব্রকের সাথে ফিউড :

এরপরে ২৫ শে ফেব্রুয়ারিতে রেইন্স Bray Wyatt কে পরাজিত করে ২০১৮ এলিমিনেশন চেম্বার পিপিভির চেম্বার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে। ইতিহাসে প্রথম ৭ জনের এলিমিনেশন চেম্বারের সেই ম্যাচে স্ট্রোম্যান একাই Miz, Elias, Cena, Bálor ও Rollins -দেরকে পরাজিত করে, কিন্তু শেষে গিয়ে রোমান রেইন্সের হাতে পরাজিত হয়, যারফলে রোমান Brock Lesnar এর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এর নম্বর-১ কন্টেন্ডার হয়। এরপরে ব্রকের সাথে তার ফিউড শুরু হয়।

৮ই এপ্রিল ২০১৮ তে অনুষ্ঠিত রেসেলমেনিয়া ৩৪ এ WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে রোমান, ব্রক লেসনারকে হারাতে ব্যর্থ হয়। ৫ টা F৫ এবং বেশ কয়েকটা জার্মান সুপ্লেক্স হজম করার পরেও রক্তাক্ত রোমান লেসনারকে একাধিক স্পিয়ার দিতে সক্ষম হয়, কিন্তু সেট দ্যা বিস্টকে হারাবার জন্য যথেষ্ট ছিল না! এর পরে আবার স্পিয়ার দেওয়ার চেষ্টা করলে লেসনার ষষ্ঠ F৫ হিট করে এবং চ্যাম্পিয়নশিপ নিজের কাছে রাখে।

এরপরে Greatest রয়্যাল রাম্বাল পিপিভিতে রোমান ও ব্রকের মধ্যে হওয়া স্টিল কেজ ম্যাচে রোমান ব্রককে স্পিয়ার হিট করে স্টিল কেইজ ভেঙ্গে ফেলে, এতে Brock এর বডি আগে ফ্লোর হিট করে এবং ব্রক ম্যাচ জিতে যায়। এরপর রেইন্স ব্যাকল্যাশ পিপিভিতে Samoa Joe কে এবং মানি ইন দ্যা ব্যাংক পিপিভিতে জিন্দার মাহালকে পরাজিত করে।

• Bobby Lashley এর সাথে ফিউড ও UC টাইটেল জয় :

এক্সট্রিম রুলস পিপিভিতে হওয়া ববি ল্যাশলির সঙ্গে ম্যাচে রেইন্স পরাজিত হয়। এরপরের Raw তে দুইটি ট্রিপল থ্রেট ম্যাচ হয় সামারস্ল্যামে লেসনারের প্রতিপক্ষ বাছার জন্য, একটিতে রোমান এবং অন্যটিতে ল্যাশলি জয়লাভ করে এবং তাদের মধ্যে ম্যাচ হয় নাম্বার ওয়ান কন্টেন্ডার বাছার জন্য, যেটিতে রেইন্স জয়লাভ করে। সামারস্ল্যাম পিপিভিতে রেইন্স লেসনারকে পরাজিত করে এবং প্রথমবারের মতো ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে এবং লেসনারের ৫০৪ দিনের উইনিং স্ট্রিক শেষ করে।

এরপরে প্রথম টাইটেল ম্যাচে রোমান ফিন ব্যালরকে পরাজিত করে। পরবর্তীতে সে আবার পুরানো রাইভ্যাল মানি ইন দ্যা ব্যাংক বিজয়ী ব্রাউন স্ট্রোম্যানের সাথে ফিউড শুরু করে। এই ফিউডে রোমানকে টাইটেল ধরে রাখতে Seth Rollins ও Dean Ambrose সাহায্য করে, স্ট্রোম্যানকে সাহায্য করে Drew McIntyre ও Dolph Ziggler।

এরপর হেল ইন এ সেল পিপিভিতে রোমান এবং স্ট্রোম্যানের মধ্যে ম্যাচে ব্রক লেসনার ইন্টারফেয়ার করে দুজনকেই অ্যাটাক করে, ফলে ম্যাচটা নো কন্টেস্ট হয়ে যায়। ফলস্বরূপ WWE ক্রাউন জুয়েল পিপিভিতে ব্রক, রোমান ও স্ট্রোম্যানের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ ঠিক করা হয়। কিন্তু এরপরে আসে দুঃখের খবর।

• রোমানের ব্লাড ক্যান্সার এবং রিটার্ন :

২০১৮ সালের ২২ শে অক্টোবরের Raw তে WWE ইউনিভার্স কে চমকে দিয়ে রোমান রেইন্স ঘোষণা করেন যে তার লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার ১১ বছর আগেই ধরা পরলেও এখন আবার মাথাচাড়া দিয়েছে, ফলস্বরূপ তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটিকে ভ্যাকান্ট করতে হয়। যে প্রোমোর শুরু হয়েছিল দর্শকদের বু দিয়ে সেটি শেষ হয় "Thank You রোমান" চ্যান্ট দিয়ে। রেইন্স সেই প্রোমোতেই আবার রিটার্ন করার কথা বলে।

কথামতোই, ২০১৯ সালের ২৫ জানুয়ারিতে রোমান রিটার্ন করে এবং উচ্ছসিত দর্শকদের সামনে জানায় তার লিউকিমিয়া পুনরায় আয়ত্বে আনা গেছে। এরপরে শিল্ডের পুনর্মিলন হয় এবং রোমান, সেথ ও অ্যামব্রোস ফাস্টলেন পিপিভিতে McIntyre, Lashley ও Corbin -দের টিমকে পরাজিত করে। এরপর ২০১৯ এর সুপারস্টার শেক-আপ এ রোমানকে স্ম্যাকডাউনে ড্রাফট করা হয়।

পরে রেইন্স Elias ও Vince McMahon এর উপর অ্যাটাক করলে এলিয়াসের সঙ্গে তার মানি ইন দ্যা ব্যাংক -এ ম্যাচ স্থির হয় যেটাতে রেইন্স জয়লাভ করে। এরপরে Super ShowDown এ তার পিতার অপমানের প্রতিশোধ নিতে Shane McMahon রোমানের সাথে ম্যাচ খেলে, সেখানে McIntyre এর ইন্টারফেয়ারেন্সে রেইন্স পরাজিত হয়।

ফলস্বরুপ Stomping Grounds পিপিভিতে রোমান McIntyre এর সাথে ম্যাচ খেলে এবং শেনের ইন্টারফেয়ারেন্স থাকা সত্ত্বেও জয়লাভ করে। এরপরে McIntyre এবং শেন রোমানের উপর অ্যাটাক করলে The Undertaker তাকে রক্ষা করে এবং এক্সট্রিম রুলস পিপিভিতে তাদের বিরুদ্ধে No Holds Barred ট্যাগ টিম ম্যাচ খেলে রোমান এবং টেকার জয় লাভ করে।

• রোয়ান, হার্পার, করবিনদের সাথে ফিউড :

এরপরে Rowan এর সাথে রোমানের ফিউড শুরু হয়। ফলস্বরূপ, ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্স এ তাদের No Disqualification ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে Luke Harper রিটার্ন করে এবং ইন্টারফেয়ার করে রোমানকে পরাজিত করে। এরপরে স্ম্যাকডাউন এর ২০তম বার্ষিকীতে রোমান এবং Rowan এর Lumberjack ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে রোমান জয়লাভ করে।

পরবর্তী হেল ইন এ সেল পিপিভিতে রোমান Bryan এর সাথে টীম আপ করে Rowan ও Harper এর টিমকে পরাজিত করে, ফলে তাদের ফিউড শেষ হয়। এর পরে ক্রাউন জুয়েল পিপিভিতে রোমান টিম হোগানের পক্ষ হয়ে খেলে এবং টিম ফ্লেয়ারকে পরাজিত করে।

২০১৯ এর নভেম্বরে রোমান King Corbin, Dolph Ziggler ও Robert Roode -দের সাথে ফিউড করে। সারভাইভর সিরিজ এর জন্য রোমানকে স্ম্যাকডাউন টিমের টিম ক্যাপ্টেন হিসাবে ঘোষিত করা হলে তারা টিম Raw এবং টিম NXT কে পরাজিত করে। TLC পিপিভিতে Corbin এবং রোমানের মধ্যে Tables, Ladders, And Chairs ম্যাচে Ziggler ও The Revival (Dash Wilder ও Scott Dawson) -এর ইন্টারফেয়ারেন্সের ফলে রোমান পরাজিত হয়।

এরপরে ২০২০ সালের রয়্যাল রাম্বাল পিপিভিতে রোমান ও করবিনের মধ্যে Falls Count Anywhere ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে The Usos এর সহায়তায় রোমান জয়লাভ করে। সেই রাতের রয়্যাল রাম্বাল ম্যাচে রোমান আরও একবার রানার আপ হয়। এরপরে Super ShowDown পিপিভিতে রোমান এবং করবিনের স্টিল কেজ ম্যাচে রোমান জয়লাভ করে এবং তাদের ফিউড এখানেই সমাপ্ত হয়।

• কোরোনার প্রভাব ও ইউনিভার্সাল টাইটেল জয় :

এরপরে রোমান Goldberg কে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে এবং রেসেলমেনিয়া ৩৬ এ তাদের ম্যাচ ঠিক হয়। কিন্তু দুঃখজনকভাবে ৩রা এপ্রিল ঘোষণা করা হয় যে রেইন্স COVID-১৯ মহামারীর কারণে সেখানে অংশগ্রহন করবে না, যেটা রোমানের লিউকিমিয়ার ফলে কমজোরি শরীরের পক্ষে সাংঘাতিক হতে পারে। পরবর্তীতে রেইন্স বলেন তাকে পরিবারের স্বার্থে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল।

২৩ আগস্টের সামারস্ল্যামে Bray Wyatt এবং Braun Strowman এর মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের শেষে রোমান রিটার্ন করে এবং তাদের দুজনকেই অ্যাটাক করে। পরের স্ম্যাকডাউনে রেইন্স তার নতুন ম্যানেজার হিসাবে পল হেইম্যানের নাম ঘোষণা করে এবং হিল হবার ইঙ্গিত দেই।

পরের পেইব্যাক পিপিভিতে রোমান, ব্রেই ও স্ট্রোম্যানের মধ্যে ট্রিপল থ্রেট টাইটেল ম্যাচে রোমান বিজয়ী হয় এবং দ্বিতীয়বারের মতো ইউনিভার্সাল চ্যাম্পিয়নের খেতার অর্জন করে।

• রোমানের বহু প্রতীক্ষিত হিল টার্ন ও ট্রাইব্যাল চিফ টাইটেল :

এরপরে রোমান হিলের আভাস দিয়ে উসোসদের সঙ্গে ফিউড শুরু করে। ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্স পিপিভিতে টাইটেল ম্যাচে রোমান Jey Uso কে ক্রমাগত মারতে থাকলে জিমি এসে তাকে তাদের পরিবারের চিফ হিসাবে মান্যতা দিয়ে Jey এর তরফে হার মেনে নেয়। পরের স্ম্যাকডাউনে পল হেইম্যান রোমানকে Anoa'i ফ্যামিলির Tribal Chief হিসাবে ঘোষণা করলে Jey Uso সেটা মানতে চায় না এবং হেল ইন এ সেল পিপিভিতে তাদের ম্যাচ আয়োজিত হয়। 

ম্যাচটি " "I Quit" ম্যাচ হিসাবে ঘোষিত হয় এবং রোমানের দ্বারা জিমিকে আহত করার ফলে জেই হার মেনে নিতে বাধ্য হয়। এরফলে জেইকে রোমানের প্রত্যেক আদেশ মেনে চলতে হয় এবং তাকে "The Tribal Chief" হিসাবে সম্বোধন করতে হয়, যার ফলে ২০১৪ সালের পর প্রথমবার রেইন্সের হিল টার্ন সম্পূর্ণ হয়।

এরপরে রোমান Survivor Series পিপিভিতে WWE Champion Drew McIntyre কে চ্যাম্পিয়ন Vs. চ্যাম্পিয়ন ম্যাচে পরাজিত করে। পরবর্তিতে রোমান কেভিন ওয়েন্সের সাথে ফিউড শুরু করে এবং তাকে TLC এবং Royal Rumble পিপিভিতে পরাজিত করে। এরপরে রেইন্স Elimination Chamber এবং Fastlane পিপিভিতে ড্যানিয়েল ব্রায়েনের বিরুদ্ধে টাইটেল ডিফেন্ড করে এবং একই সাথে রয়াল রাম্বাল বিজয়ী এজের সাথেও ফিউডে জরিয়ে থাকে।

• ড্যানিয়েল ব্রায়েনের সাথে I Quit ম্যাচ :

১১ই এপ্রিল ২০২১ এ আয়োজিত WrestleMania ৩৭ এ জেই উসো এর সাহায্যে রোমান, এজ এবং ব্রায়েনকে ট্রিপল থ্রেট ম্যাচে হারিয়ে তার ইউনিভার্সাল টাইটেল ডিফেন্ড করে। পরের স্ম্যাকডাউনে রেইন্স ড্যানিয়েল ব্রায়েনের সঙ্গে চ্যাম্পিয়নশিপ Vs ক্যারিয়ার ম্যাচ খেলে, যেখানে ড্যানিয়েল পরাজিত হয়ে স্ম্যাকডাউন ছাড়তে বাধ্য হয়। 

এরপরে WrestleMania Backlash পিপিভিতে রেইন্স সিজারোকে পরাজিত করে এবং তারপরে Rey Mysterio এর ছেলে ডমিনিককে আক্রমণ করে মিস্টেরিও এর সাথে ফিউড শুরু করে। স্ম্যাকডাউনে আয়োজিত হেল ইন এ সেল ম্যাচে রোমান Rey কে পরাজিত করলে এজ রিটার্ন করে এবং রোমানকে অ্যাটাক করে।

• জন সিনা ও ব্রকের সাথে পুনরায় ফিউড :

পরবর্তী Money in the Bank পিপিভিতে রোমান ও এজের টাইটেল ম্যাচ হলে সেথ রলিন্স ইন্টারফেয়ার করে রোমানকে জিততে সাহায্য করে। ম্যাচের পরে জন সিনা রিটার্ন করে রোমানকে চ্যালেঞ্জ করে, ফলস্বরূপ SummerSlam পিপিভিতে তাদের টাইটেল ম্যাচ হয় যেখানে সিনাকে পরাজিত করে রোমান টাইটেল ডীফেন্ড করে। এই ম্যাচের পরেই ব্রক লেসনার রিটার্ন করে রোমানের সঙ্গে ফেস অফ করে।

এরপরে Extreme Rules পিপিভিতে রোমান ফিন ব্যালরকে পরাজিত করে। পরে Crown Jewel পিপিভিতে উসোসদের সাহায্য নিয়ে রোমান ব্রক লেসনারকে পরাজিত করে। পরবর্তীতে Survivor Series পিপিভিতে WWE চ্যাম্পিয়ন Big E এর বিরুদ্ধে রেইন্স জয়লাভ করে। 

• রোমানের কোভিড সংক্রমণ ও লেসনারের রেকর্ড ভাঙ্গা :

এরপরে রোমান পল হেইম্যানকে তার ম্যানেজার পদ থেকে ফায়ার করে দেই, ফলে ১লা জানুয়ারি ২০২২ এ 'Day 1' ইভেন্টে লেসনারের সঙ্গে রোমানের ম্যাচ ঠিক হয়, কিন্তু রোমানের COVID-19 পজিটিভ রিপোর্ট আসায় ম্যাচটি বাতিল করা হয়। এরফলে ১৬ই জানুয়ারি ২০২২ এ রোমান ব্রক লেসনারের ৫০৩ দিনের অপরাজিত ইউনিভার্সাল চ্যাম্পিয়ন থাকার রেকর্ডটিকে ভেঙ্গে ফেলে এবং WWE এর ইতিহাসে ষষ্ঠ দীর্ঘতম অপরাজিত চ্যাম্পিয়ন হবার খেতাব অর্জন করে। 

• রোমানের ক্যারিয়ারের অজানা কিছু তথ্য :

(১) তিনি বর্তমানে একমাত্র রেসলার যে খুব কম সময় অন্যান্য ডেভেলপমেন্ট সার্কিট, ইন্ডি, বা অন্যান্য রেসলিং প্রতিষ্ঠানে না খেলেই WWE তে সুযোগ পেয়েছেন। তিনি FCW তে মাত্র দুই বছর ছিলেন এবং জিতেছিলেন FCW ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ!

(২) WWE ছাড়া তিনি তার ৫ বছর ক্যারিয়ারে এখন পর্যন্ত কোন প্রতিষ্ঠানেই ট্যাগ টিম টাইটেল ছাড়া অন্য কিছু জিততে পারেন নি।

(৩) মুল রোস্টারে আসার আগে তার ৪ টি নিকনেইম ছিল। কিন্তু ৩ বছরে তারমাত্র একটাই নিকনেইম হয়েছে "The Powerhouse"।

(৪) রোমান ২০১৫ সালের রয়্যাল রাম্বাল ম্যাচ জিতলেও ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭ এই চার রাম্বালেই রানার আপ হয়েছিলেন। ২০১৭ সালের রাম্বালে ৩০ নম্বরে এসে রোমান টেকারকে এলিমিনেট করেছিলেন।

(৫) রোমান রয়াল রাম্বালে তিনবার শেষপর্যন্ত গিয়ে দ্যা ইভোলিউশন টিমের মেম্বারদের কাছে এলিমিনেটেড হয় - ২০১৪ সালে বাতিস্তার কাছে, ২০১৬ সালে ট্রিপল এইচের কাছে এবং ২০১৭ সালে র‍্যান্ডি অরটনের কাছে।

(৬) তিনি একাই রয়্যাল রাম্বাল ২০১৪ তে ১২ জন এবং সারভাইভর সিরিজ ২০১৩ তে ৫ জনের ভিতর ৪ জনকে এলিমিনেট করে রেকর্ড গড়েন।

(৭) তিনি তার ক্যারিয়ারের ৭৫% ম্যাচ জিতেছেন। তিনি সবচেয়ে বেশি সিঙ্গেল ম্যাচে হারিয়েছেন Kane কে। তিনি সর্বপ্রথম পিনফলে হারেন Daniel Bryan এর কাছে !

(৮) ২০১৪ সালে PWI র‍্যাংকিং -এ সেরা ৫০০ রেসলারের মধ্যে ৭ নম্বরে ছিলেন তিনি। ২০১৬ সালের রাঙ্কিং এ তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন।

(৯) CM Punk প্রথমে তাকে The Shield টিমে প্রবেশ করাতে চায়নি, Triple H তাকে শীল্ডে জায়গা করে দিয়েছিলেন।

(১০) তিনি মাত্র ৩ বছর ক্যারিয়ারে ৫ বার Slammy Award পেয়েছেন, Individual, Single দুই ক্ষেত্রেই। তিনি সর্বকনিষ্ঠ Superstar Of The Year এওয়ার্ড পাওয়া রেসলার।

(১১) তিনি একবছরের মধ্যে দুইবার মি. মানি ইন দ্যা বাঙ্কের দ্বারা প্রভাবিত হয়েছেন যার ফলস্বরূপ প্রথমে টাইটেল জয়ে অসফলতা এবং পরবর্তীতে টাইটেল জয় করেও ৫ মিনিটে আবার টাইটেল হাতছাড়া হয়েছে।

(১২) তার ভালো রেকর্ড এর সাথে কিছু খারাপ দিকও আছে। সে মুভ দিতে ভুল করে ফেলে মাঝেমাঝে, মাইক স্কিল ঠিক করার জন্য কিছুদিন এক্টরের কাছে ট্রেইনিং নিয়েছিল। ক্রমাগত অধিক পুশের কারনে সে নেগেটিভ রিয়াকশন পেয়ে থাকে। 

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

ESPY Award

Best WWE Moment (২০১৯) – Return After Battle With Leukemia

Florida চ্যাম্পিয়নশিপ রেসলিং/FCW

FCW Florida ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ( বার) – সাথে : Mike Dalton

Pro Wrestling Illustrated

Comeback অফ দ্যা ইয়ার (২০১৯)

Inspirational রেসলার অফ দ্যা ইয়ার (২০১৮, ২০১৯)

Most Hated রেসলার অফ দ্যা ইয়ার (২০১৬)

Most Improved রেসলার অফ দ্যা ইয়ার (২০১৫)

ট্যাগ টিম অফ দ্যা ইয়ার (২০১৩) – সাথে : Seth Rollins

Ranked No. Of The Top ৫০০ Singles Wrestlers In The PWI ৫০০ In ২০১৬

Wrestling Observer Newsletter

Most Improved (২০১৩)

Most Overrated (২০১৬)

ট্যাগ টিম অফ দ্যা ইয়ার (২০১৩) – সাথে : Seth Rollins

World Wrestling Entertainment / WWE

WWE চ্যাম্পিয়নশিপ ( বার)

WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ( বার)

WWE ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ( বার)

WWE ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ( বার)

WWE ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ( বার) – সাথে : Seth Rollins

২৮ তম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন

নবম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন (বর্তমান ফরম্যাটে; ১৭ তম সব মিলিয়ে)

রয়্যাল রাম্বাল (২০১৫)

WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট (২০১৫)

Slammy Awards

Breakout Star অফ দ্যা ইয়ার (২০১৩) সাথে Dean Ambrose এবং Seth Rollins - The Shield

Extreme Moment অফ দ্যা ইয়ার (২০১৫) – Post-TLC Rampage

Faction অফ দ্যা ইয়ার (২০১৩, ২০১৪) সাথে Dean Ambrose And Seth Rollins - The Shield

Superstar অফ দ্যা ইয়ার (২০১৪)

Trending Now (Hashtag) অফ দ্যা ইয়ার (২০১৩) – #BelieveInTheShield সাথে : Dean Ambrose এবং Seth Rollins - The Shield

"What A Maneuver" অফ দ্যা ইয়ার (২০১৩) – Spear

WWE Year-End Awards ( বার)

Best Reunion (২০১৮) সাথে : Dean Ambrose এবং Seth Rollins - The Shield

Hottest Rivalry (২০১৮) Vs. Brock Lesnar



• লেখক : রেসলিং বাংলা ওরিজিনাল।

ROMAN REIGNS : রোমান রেইন্স


আসল নাম

Leati Joseph Anoa'i

জন্মদিন

২৫ মে, ১৯৮৫

জন্মস্থান

Pensacola, Florida, US

বাসস্থান

Tampa, Florida, US

উচ্চতা

৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মি)

ওজন

১২০ কেজি (২৬৫ পাউন্ড)

ট্রেনারস

Afa Anoa'i, Sika Anoa'i, FCW

অভিষেক

১৯ আগস্ট, ২০১০


১৯৮৫ সালের ২৫ শে মে -তে আমেরিকার ফ্লোরিডার পেনসাকেলোর Anoai পরিবারে জন্মগ্রহন করেন বর্তমানের জনপ্রিয় রেসলার Leati Joseph 'Joe' Anoai, যিনি রোমান রেইন্স নামে সমধিক পরিচিত। বন্ধু মহলে তাকে Joe Anoai নামেই ডাকা হয়।

WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোমান একজন আমেরিকান পেশাদার কুস্তিগীর এবং Canadian Football টীমের ডিফেন্সিভ ট্যাকেল এর প্রাক্তন ফুটবল খেলোয়াড়। তার ওজন ১২০ কেজি ও উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। তিনি WWE তে যোগ দেন Anoa'i তথা Samoan-American পরিবারের রেসলিং ভবিষ্যত বজায় রাখতে। বর্তমানে তিনি WWE তে ৬ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।

♦ রোমানের ব্যক্তিগত জীবন :

রোমান বংশগত দিক থেকে অর্ধ সামোয়ান-অর্ধ ইতালিয়ান। তার বাবা Sika ও ভাই Rosey ও রেসলার ছিলেন। সে Yokozuna, Rikishi, Umaga, The Tonga Kid, The Usos দের কাজিন এবং Dwayne "The Rock" Johnson এর দুঃসম্পর্কের কাজিন। তিনি তার বংশের ধারা মান্য করেই এক হাতে সামোয়ান ট্যাটু করেন, যেটি 'tatau' নামে পরিচিত।

তিনি ২০১৪ সালের ডিসেম্বরে, ২১ বছর বয়সে এক কন্যা সন্তানের জননী Galina Joelle Beckar এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের এখন ৫ সন্তান আছে। রোমান স্মোকিং না করলেও তার অ্যালকোহল পান করার গুঞ্জন আছে। রোমানের প্রিয় রেসলার হল "ব্রেট দ্যা হিটম্যান হার্ট", প্রিয় অ্যাক্টর "Pierce Brosnan", প্রিয় মুভি - "The Wolf Of Wall Street"।

রোমানের ছেলেবেলা কাটে পেন্সিকোলাতেই। তিনি Georgia Institute Of Technology বিশ্ববিদ্যালয়ে "ম্যানেজমেন্ট" বিষয়ে পড়ালেখা করেছেন। রোমান পরে একজন প্রফেশনাল ফুটবল খেলোয়াড় হয়েছিলেন।

• রোমানের ফুটবল ক্যারিয়ার :

Joe-র ছোটবেলা থেকেই ফুটবলের নেশা, সময় পেলেই কাজিন ভাইদেরকে নিয়ে চলে যেতেন মাঠে ফুটবল খেলতে। স্কুলের মাঠেও ছিলেন ফুটবলের পোকা। রোমান ছোটবেলা থেকেই "ডিফেন্স" রোলে ফুটবল খেলত। স্বপ্ন তার পেলে বা মেরাডোনার মত একজন ফুটবল তারকা হওয়ার। আর তাই তো স্কুলের গন্ডি পেরিয়ে যখন হাই স্কুলে ওঠেন তখন যোগ দেন ঘরোয়া ফুটবল টীমে এবং হাইস্কুল লাইফে ৩ বছর ফুটবল খেলেন। কলেজ লাইফে তিনি "Defensive Player Of The Year" খেতাব লাভ করেন।

Georgia Institute Of Technology কলেজে থাকা অবস্থায় রোমান কলিগেট ফুটবল খেলে এবং ফুটবলকেই তার প্রোফেসন হিসেবে বেছে নেয়। তার কলেজ টিম "Georgia Tech Yellow Jacket" এর ক্যাপ্টেন ছিল রোমান নিজেই। ২০০৭ সালে রোমান প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার শুরু করে, এই সময় তিনি NFL (National Football League) এ Minnesota Vikings দলে সুযোগ পান। তবে কিছু দিন পরেই সেখান থেকে রিলিজ হন রোমান।

এরপর একই লিগের Jacksonville Jaguars টিম তাকে দলে নেয়। ২০০৮ সালে সে CFL (Canadian Football League) এর Edmonton Eskimos এর হয়ে ৯৯ নাম্বার জার্সি পড়ে পুরো এক সিজন খেলে এবং সেখানে মোট ৫ টি ম্যাচ খেলেছিল রোমান। CFL লিগে খেলার সময় তার বেস্ট ম্যাচ ছিলো Hamilton Tiger-Cats দলের বিপক্ষে, যেখানে রোমান ৫ টি গোল ডিফেন্স করেছিলো। ২০০৮ সালে নভেম্বর মাসের ১০ তারিখে রোমান ফুটবল ক্যারিয়ার থেকে অবসর নেয়।

♦ রোমানের রেসলিং ক্যারিয়ার :

• রেসলিং জগতে প্রবেশের ইতিহাস :

২০১০ সালে রোমান দেখলেন তার দাদু-বাবা-আঙ্কেল এমনকি কাজিন ভাইয়েরা অধিকাংশই পেশাদার রেসলার। অনুভব করলেন রেসলিং তার রক্তে মিশে আছে। রেসলিং এর প্রশিক্ষণ নেওয়া শুরু করলেন বাবা Sika Anoai এবং তার সঙ্গে Afa Anoai এর কাছ থেকে। পরে একই বছরের জুলাই মাসে যোগ দিলেন WWE এর ফ্লোরিডার ট্রেনিং সেন্টার Florida চ্যাম্পিয়নশিপ রেসলিং কোম্পানীতে।

ছোটবেলাতে রোমানের দাদু চাইতেন বড় হয়ে রোমান যেন তাদের বংশের মান রেখে রেসলার হয়ে উঠে, WWE তে যোগ দেওয়াতে তাঁর স্বপ্ন যেন সত্যি হতে লাগলো।

• WWE তে রোমানের প্রবেশ :

রোমান রেইন্স -এর রেসলিং ডেবিউ হয় ২০১০ সালে। ২০১০ সালের জুলাইয়ে রোমান WWE এর সাথে যুক্ত হয় এবং ৯ সেপ্টেম্বরে সে Roman Leakee নামে WWE এর একটি ডেভেলপমেন্টাল টেরিটরি FCW (Florida চ্যাম্পিয়নশিপ Wrestling) এর হয়ে ডেবিউ করে। রোমান তার লাইফের প্রথম দুটি ম্যাচ হার দিয়ে শুরু করে। সে তার প্রথম জয় পায় ২১ সেপ্টেম্বরে Fahd Rakman এর বিপক্ষে।

রোমান তার প্রথম চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলছিল ২০১১ সালের ৮ জুলাই Donny Marlow এর সাথে টিম আপ করে, FCW Florida ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এর জন্য, কিন্তু তারা ওই ম্যাচটা জিততে সক্ষম হয়নি।

২০১২ সালের ৫ ফেব্রুয়ারিতে রোমান, Dean Ambrose ও Seth Rollins এর মধ্যে একটা Triple Threat ম্যাচ হয়েছিল এবং ম্যাচে লিয়াকি(রোমান) সেথ আর ডিনকে এক সাথে সামোয়ান ড্রপ দিয়েছিলো। লিয়াকি ডিন অ্যাম্ব্রোসকে তার ফিনিশার স্পিনিং বুলডগ দিয়ে পিন করে ম্যাচ জিতে গিয়ে FCW Florida হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর জন্য ১st Contender হয়েছিল। কিন্তু সেই ম্যাচটা রোমান জিততে পারেনি।

এরপর সে Dalton Marlow এর সাথে FCW Florida ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে, যেটা ছিল তার প্রথম চ্যাম্পিয়নশিপ জয়। FCW তে ২ বছর থেকে নিজের ট্রেনিং কোর্স সম্পূন্ন করার পর ২০১২ সালের ৩১শে অক্টোবর সে যোগ দেয় NXT তে রোমান রেইন্স নামে।

• রোমানের WWE তে ডেবিউ এবং Shield এর সূচনা :

রোমান রেইন্স WWE এর মেইন রোস্টারে ডেবিউ করে ১৮ নভেম্বর ২০১২ তে সারভাইবর সিরিজ পিপিভিতে Dean Ambrose ও Seth Rollins এর সাথে 'The Shield' নামক ভয়ঙ্কর টিমের একজন সদস্য হয়ে। The Shield তাদের ডেবিউতেই Ryback কে এটাক করে CM Punk কে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল।

Shield এর প্রথম ফিউড হয়েছিল WWE ট্যাগ টিম চ্যাম্পিয়ন Kane & Daniel Bryan এর টিম Hell No এর সাথে। The Shield তাদের ডেবিউ ম্যাচ খেলেছিল টিম Hell No ও Ryback এর সাথে TLC পিপিভিতে এবং সেই ম্যাচে তারা জয়লাভ করে, এরপর তারা জানুয়ারি ২০১৩ তে The Rock & Ryback এর সাথে ছোটখাটো ফিউড করে।

ফেব্রুআরি ২০১৩ তে The Shield বনাম John Cena, Ryback ও Sheamus এর Elimination Chamber ম্যাচ হয়। The Shield সেই ম্যাচটাও জিতে নেয়। এরপর Sheamus, Randy Orton ও Big Show এর সাথে টিম করে রেসেলমেনিয়া XXIX এ The Shield এর সাথে খেলে। সেই ম্যাচ টাও Shield জিতে নেয়।

এরপর Shield আবার টিম Hell No এর সাথে ফিউড করে এবং ১৯ মের এক্সট্রিম রুলস এ রোমান রেইন্স ও Seth Rollins WWE ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর তারা টিম Hell No, The Usos & Prime Time Players এর সাথে তাদের টাইটেল ডিফেন্ড করে। ২৩ সেপ্টেম্বরের RAW তে The Shield একটি Eleven-On-Three (১১ জন বনাম ৩) Handicap Elimination ম্যাচ খেলে। ১৪ অক্টোবরের Raw তে রোমান ও Seth, Cody Rhodes ও Golddust এর কাছে তাদের টাইটেল হারায়।

• সারভাইভর সিরিজ ও রয়াল রাম্বালে এলিমিনেশনের রেকর্ড :

২০১৩ এর সারভাইভর সিরিজ পিপিভিতে রোমান একাই ৪ জনকে এলিমিনেট করে মোষ্ট এলিমিনেশন এর রের্কড এ সমতা আনেন, এরপর CM Punk এর সাথে তার ফিউড হয় এবং The Shield এর সহযোগিতায় জানুয়ারিতে Raw এর স্পেশাল এপিসোড Old School এ Punk কে হারায় রোমান।

২০১৪ এর রয়্যাল রাম্বাল পিপিভিতে রোমান ১৫ নম্বরে এন্ট্রি করে এবং ১২ জনকে এলিমিনেট করে মোষ্ট এলিমিনেশন এর নতুন রেকর্ড করে। সেই ম্যাচে রানার্স আপ হয় রোমান আর Batista জয়ী হয়। এরপর The Shield এর ফিউড হয় The Wyatt Family এর সাথে। Elimination Chamber এ The Shield হেরে যায়, Wyatt Family এর বিপক্ষে।

• Shield এর ভাঙ্গন এবং রোমানের একলার যাত্রা শুরু :

রেসেলমেনিয়া XXX এ The Shield এর ম্যাচ হয় Kane, The New Age Outlaws (Road Dogg ও Billy Gunn) এর সাথে, আর Shield সেটাতেও জয়লাভ করে, এর কিছুদিন পর HHH Evolution পুনর্গঠন করে The Shield এর সাথে এক্সট্রিম রুলস এবং পেইব্যাক এ হেরে যায়, পেইব্যাক এর পরের দিনই Seth Rollins, রোমান ও Ambrose কে এটাক করে The Shield ভেঙ্গে দেয়। এরপর থেকে রোমান সিংগেল খেলেছে।

মানি ইন দ্যা ব্যাংক ২০১৪ তে রোমান, John Cena এর সাথে তার প্রথম WWE হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলে এবং সেটা হেরে যায়। এর পর সে ব্যাটলগ্রাউন্ড এও WWE হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ এর একটা চান্স পায়। সেটা ছিল ফ্যাটাল ৪ ওয়ে ম্যাচ কিন্তু রোমান সেটি জিততে অক্ষম হয়। এরপর রোমান ও Seth ফিউড করে, তাদের মধ্যে Night Of চ্যাম্পিয়ন এ ম্যাচ ঠিক হয়েছিল কিন্তু রোমানের হার্নিয়ার প্রব্লেম ধরা পড়লে তাকে সার্জারির জন্য WWE এর বাইরে থাকতে হয়।

• স্ল্যামি অ্যাওয়ার্ড ও রয়্যাল রাম্বাল জয় :

৮ ডিসেম্বরে রোমান সবথেকে কম বয়সে "Superstar Of The Year" Slammy Award গ্রহন করার মাধ্যমে রিটার্ন করে।

২০১৫ সালের রয়্যাল রাম্বালে রোমান Big Show, Kane ও Rusev কে এলিমিনেট করে রাম্বাল ম্যাচের বিজয়ী হয় এবং রেসেলমেনিয়াতে WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর টাইটেল শট লাভ করে। এই ম্যাচের পরে দর্শকদের কাছ থেকে রোমান নেগেটিভ রিঅ্যাকশন পেয়েছিল। 

ফাস্টলেন ২০১৫ তে Daniel Bryan এর বিপক্ষে তার রেসেলমেনিয়া টাইটেল শট ডিফেন্ড করে। রেসেলমেনিয়া XXXI মেইন ইভেন্ট Brock Lesnar Vs রোমান রেইন্স চলাকালীন, সেথ রলিন্স তার MITB ক্যাশ ইন করে রোমানকে পিন করে জিতে যায়। এই ম্যাচটি রোমানের ক্যারিয়ারের সেরা ম্যাচের মধ্যে একটি ছিল।

এর পর রোমান এর ফিউড হয় Big Show, Randy Orton ও Bray Wyatt এর সাথে, রোমান ও Bray এর ফিউডে ডেবিউ করে Brown Strowman। রোমান, Ambrose ও Y২J মিলে The Wyatt Family এর সাথে খেলে এবং হারে।

• WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয় :

২০১৫ সালে সেথ রলিন্সের ইনজুরির কারনে ভ্যাকান্ট হয়ে যাওয়া WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে রোমান অংশগ্রহন করে। সারভাইর সিরিজে প্রথম রাউন্ডে Big Show কে, কোয়ার্টার ফাইনালে Cesaro কে, সেমিফাইনালে Albetro Del Rio কে এবং ফাইনালে ডিন আম্ভ্রোসকে হারিয়ে জীবনে প্রথমবারের মতো WWE ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় রোমান রেইন্স। কিন্তু তার সেই চ্যাম্পিয়নশিপ ছিলো মাত্র ৫ মিনিট ১৪ সেকেন্ডের জন্য। রোমানের টাইটেল জয়ের কিছুক্ষনের মধ্যেই তৎকালীন মি: মানি ইন দ্যা ব্যাঙ্ক শেইমাস এসে MITB ক্যাস ইন করে রোমানকে পিন করে জিতে যায়।

ফলস্বরূপ পরবর্তী PPV TLC -তে শেইমাসের সঙ্গে টাইটেল ম্যাচ দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত লিগ অব নেসানের জন্য তিনি এবারও টাইটেল জয় করতে অক্ষম হন এবং ইন্টারফেয়ার করার জন্য ট্রিপল এইচকে অ্যাটাক করেন। পরের দিনের Raw তে ভিন্স মিকম্যান তার সঙ্গে শেইমাসের পুনরায় টাইটেল ম্যাচ দেয় তবে এই ম্যাচের স্টিপুলেশন অনুযায়ী রোমান হারলে তাকে WWE ছেড়ে চলে যেতে হত।

সেই ম্যাচে ইন্টারফেয়ারেন্স অতিক্রম করে শেইমাসকে স্পিয়ার দিয়ে হারিয়ে তিনি পুনরায় দ্বিতীয়বারের মতো WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন। রয়্যাল রাম্বাল ২০১৬ তে তাকে তার টাইটেল ডিফেন্ড করতে হয় আরও ২৯ জনের সাথে। ওই ম্যাচে ৩০ নম্বরে এন্ট্রি করে HHH সেই টাইটেল জিতে নেয়।

• ট্রিপল এইচ, এজে স্টাইলস -দের সাথে ফিউড :

এরপর ফাস্টলেন এ Brock Lesnar ও Dean Ambrose এর সাথে হওয়া ম্যাচ জিতে রোমান দ্বিতীয়বার রেসেলমেনিয়া মেইন ইভেন্টে খেলার সুযোগ পায় HHH এর বিরুদ্ধে। সেই ম্যাচে রোমান জয়লাভ করে এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়।

এরপর The Phenomenal Aj Style -এর সাথে রোমান পেইব্যাক ও এক্সট্রিম রুলস এ দুইবার টাইটেল ডিফেন্ড করে। এক্সট্রিম রুলস এ Aj কে হারানোর পর Seth Rollins ইঞ্জুরি থেকে ব্যাক করে রোমান কে চ্যালেঞ্জ করে তার টাইটেলের জন্য। MITB তে রোমান এর Spear কে Pedigree তে কাউন্টার করে জয়ী হয় সেথ।

• রোমান এর ড্রাগ টেস্টে ধরা পরা এবং শাস্তি :

২১ জুন রোমানকে নিষিদ্ধ ড্রাগ গ্রহণ করা তথা "WWE's Wellness Program" লঙ্ঘন করার জন্য ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়। শোনা গেছে WWE মানি ইন দ্যা ব্যাঙ্কের আগে থেকেই এই ব্যাপারে জানতো আর এই কারণেই তাঁকে টাইটেল থেকে বিচ্যুত করা হয়েছিল। রোমান পরবর্তীতে নিজের ট্যুইটার আকাউন্টে ফ্যানেদের কাছে ক্ষমা চেয়ে নেয়।

২০১৬ সালের জুলাইতে WWE ড্রাফটে রোমান Raw তে ২য় পিক হিসেবে ড্রাফট হয়। Raw এর নিউ টাইটেল WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট এ The Demon King Finn Bálor এর কাছে হেরে রোমান ইউনিভার্সাল টাইটেল শট থেকে ছিটকে যায়।

এরপর Rusev এর সাথে তার US টাইটেলের ফিউড শুরু হয়। Summer Slam এ নো কনটেস্টে শেষ হলেও Clash Of Champions পিপিভিতে রুসেভকে হারিয়ে প্রথমবারের মতো ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হয় রোমান। পরের হেল ইন এ সেল এ টাইটেল ডিফেন্ড করে রোমান।

• WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ফিউড :

এরপর রোমান WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কেভিন ওয়েন্সকে নন টাইটেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে এবং সেই ম্যাচ জিতে নিয়ে পরের PPV "Roadblock: End Of The Line" -এ চ্যাম্পিয়নশিপ ম্যাচ পায়।

১৮ ডিসেম্বরে হওয়া সেই ম্যাচটি রোমানের জয়ের অবস্থান থেকে ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয় কারণ ক্রিস জেরিকো ওয়েন্সকে ম্যাচ চলাকালীন অ্যাটাক করে। ৯ জানুয়ারিতে হওয়া Raw তে জেরিকো রোমানকে US টাইটেলের ম্যাচে পরাজিত করে, যার মধ্যে ওয়েন্সেরও অবদান ছিল।

ফলে ২৯ শে জানুয়ারিতে রয়্যাল রাম্বাল এ রোমানের সঙ্গে ওয়েন্সের নো ডিস্কলিফিকেশন চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয় যেটাতে এবার Braun Strowman এর ইন্টারফেয়ারেন্সে রোমান পরাজিত হয়। সেই রাতেই রয়াল রাম্বাল ম্যাচে রোমান ৩০ নম্বরে এন্টার করে Bray Wyatt, Chris Jericho ও The Undertaker কে এলিমিনেট করে কিন্তু শেষে দ্যা ভাইপার র‍্যান্ডি অরটনের দ্বারা এলিমিনেট হয়ে রানার আপ হয়ে যায়।

৫ই মার্চ ফাস্টলেন পিপিভিতে রোমান Strowman কে প্রথম ব্যক্তি হিসাবে পিন করে হারায়। এরপরে দ্যা আন্ডারটেকারের সাথে ফিউড শুরু করে রোমান।

• রেসেলমেনিয়াতে টেকারের বিরুদ্ধে জয় :

রোমান ২০১৭ সালের রেসেলমেনিয়া ৩৩ -এ The Undertaker -কে একটি No-Holds-Barred ম্যাচে পিনফলে হারিয়ে দেয়। এই ম্যাচ শেষে টেকার তার রেসলিং গিয়ারগুলি খুলে রিং পরিত্যাগ করেন। অর্থাৎ রোমান রেইন্স হল টেকারকে রেসেলমেনিয়াতে হারানো দ্বিতীয় ব্যক্তি যেটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।

পরের দিন Raw তে রোমান দর্শকদের কাছে অত্যাধিক পরিমাণে নেগেটিভ রিএকশন পায় এবং শেষ পর্যন্ত "This Is My Yard Now" বলে রিং ত্যাগ করে।

• স্ট্রোম্যানের এবং সিনার সাথে পুনরায় ফিউড :

৩০ এপ্রিল 'পেইব্যাক' পিপিভিতে স্ট্রোম্যানের দ্বারা আহত রোমানের ম্যাচ হয় যে ম্যাচে রোমান পরাজিত হয়। ৯ই জুলাইতে হওয়া গ্রেট বলস অফ ফায়ার পিপিভিতে একটা এম্বুলেন্স ম্যাচে রোমান স্ট্রোম্যানের কাছে পরাজিত হয় কিন্তু ম্যাচের পরে সে স্ট্রোম্যানকে আক্রমণ করে এম্বুলেন্সের মধ্যে ভরে একটি প্রোডাকশন ট্রাকের দিকে নিয়ে যায়।

২০ আগস্টে সামারস্ল্যাম পিপিভিতে WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে রোমান ব্রক লেসনারের কাছে পরাজিত হয় যেখানে স্ট্রোম্যান এবং জো জড়িত ছিল। এরপর রোমান এবং সিনার ফিউড শুরু হয়।

সিনা রোমানকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করলে তাদের মধ্যে নো মার্সি এর জন্য ম্যাচ ঠিক করা হয়, একে অপরের বিরুদ্ধে কিছু শুট প্রমো (রিয়েল লাইফের কোনো বিষয় নিয়ে বা কিফ্যাব ভঙ্গ করে এমন প্রোমো) কাট করে ২৪ সেপ্টেম্বরে হওয়া নো মার্সি পিপিভিতে রোমান সিনাকে পরাজিত করে।

• Shield পুনর্গঠন ও গ্র্যান্ড স্ল্যাম অর্জন :

৯ অক্টোবর ২০১৭ এর Raw তে রোমান রেইন্স, সেথ রলিন্স এবং ডিন অ্যামব্রোস -দের পুনর্মিলন ঘটে। দ্যা মিজ এর "Miz TV" সেগমেন্ট চলাকালীন প্রথমে রোমান এবং পরে একে একে অ্যামব্রোস এবং সেথ এসে Miz, Curtis Axel, Cesaro ও Sheamus -দেরকে অ্যাটাক করে এবং শেষে মিজ এর উপরে শিল্ড এর সিগনেচার মুভ ট্রিপল পাওয়ার বম্ব হিট করে। সারভাইবর সিরিজে "The Shield" বনাম, "The New Day" -এর ম্যাচে Kofi কে Spear হিট করে রোমান। এরপর Top Rope থেকে Super Triple পাওয়ারবম্ব হিট করে দ্যা শিল্ড জয়লাভ করে।

২০ নভেম্বরের Raw তে, The Miz কে হারিয়ে নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে রোমান রেইন্স যার মাধ্যমে রোমান হয়েছিলেন WWE এর ১৭তম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন তথা ২৮ তম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন।

এরপরে রেইন্স তার টাইটেলের জন্য ওপেন চ্যালেঞ্জ দেওয়া শুরু করে এবং একে একে Elias, Jason Jordan, Cesaro ও Samoa Joe -কে হারায় এবং তারপরে Raw এর ২৫ শে বার্ষিকীতে The Miz এর কাছে পরাজিত হয়ে তার ৬৩ দিনের টাইটেল রেইনের অবসান ঘটে। তারপরে রোমান রয়্যাল রাম্বাল পিপিভিতে রাম্বাল ম্যাচের রানার আপ হয়। এরপরে IC টাইটেলের রিম্যাচেও রেইন্স দ্যা মিজের কাছে টাইটেল জয় করতে অক্ষম হয়।

• এলিমিনেশন চেম্বার জয় ও ব্রকের সাথে ফিউড :

এরপরে ২৫ শে ফেব্রুয়ারিতে রেইন্স Bray Wyatt কে পরাজিত করে ২০১৮ এলিমিনেশন চেম্বার পিপিভির চেম্বার ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে। ইতিহাসে প্রথম ৭ জনের এলিমিনেশন চেম্বারের সেই ম্যাচে স্ট্রোম্যান একাই Miz, Elias, Cena, Bálor ও Rollins -দেরকে পরাজিত করে, কিন্তু শেষে গিয়ে রোমান রেইন্সের হাতে পরাজিত হয়, যারফলে রোমান Brock Lesnar এর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ এর নম্বর-১ কন্টেন্ডার হয়। এরপরে ব্রকের সাথে তার ফিউড শুরু হয়।

৮ই এপ্রিল ২০১৮ তে অনুষ্ঠিত রেসেলমেনিয়া ৩৪ এ WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে রোমান, ব্রক লেসনারকে হারাতে ব্যর্থ হয়। ৫ টা F৫ এবং বেশ কয়েকটা জার্মান সুপ্লেক্স হজম করার পরেও রক্তাক্ত রোমান লেসনারকে একাধিক স্পিয়ার দিতে সক্ষম হয়, কিন্তু সেট দ্যা বিস্টকে হারাবার জন্য যথেষ্ট ছিল না! এর পরে আবার স্পিয়ার দেওয়ার চেষ্টা করলে লেসনার ষষ্ঠ F৫ হিট করে এবং চ্যাম্পিয়নশিপ নিজের কাছে রাখে।

এরপরে Greatest রয়্যাল রাম্বাল পিপিভিতে রোমান ও ব্রকের মধ্যে হওয়া স্টিল কেজ ম্যাচে রোমান ব্রককে স্পিয়ার হিট করে স্টিল কেইজ ভেঙ্গে ফেলে, এতে Brock এর বডি আগে ফ্লোর হিট করে এবং ব্রক ম্যাচ জিতে যায়। এরপর রেইন্স ব্যাকল্যাশ পিপিভিতে Samoa Joe কে এবং মানি ইন দ্যা ব্যাংক পিপিভিতে জিন্দার মাহালকে পরাজিত করে।

• Bobby Lashley এর সাথে ফিউড ও UC টাইটেল জয় :

এক্সট্রিম রুলস পিপিভিতে হওয়া ববি ল্যাশলির সঙ্গে ম্যাচে রেইন্স পরাজিত হয়। এরপরের Raw তে দুইটি ট্রিপল থ্রেট ম্যাচ হয় সামারস্ল্যামে লেসনারের প্রতিপক্ষ বাছার জন্য, একটিতে রোমান এবং অন্যটিতে ল্যাশলি জয়লাভ করে এবং তাদের মধ্যে ম্যাচ হয় নাম্বার ওয়ান কন্টেন্ডার বাছার জন্য, যেটিতে রেইন্স জয়লাভ করে। সামারস্ল্যাম পিপিভিতে রেইন্স লেসনারকে পরাজিত করে এবং প্রথমবারের মতো ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে এবং লেসনারের ৫০৪ দিনের উইনিং স্ট্রিক শেষ করে।

এরপরে প্রথম টাইটেল ম্যাচে রোমান ফিন ব্যালরকে পরাজিত করে। পরবর্তীতে সে আবার পুরানো রাইভ্যাল মানি ইন দ্যা ব্যাংক বিজয়ী ব্রাউন স্ট্রোম্যানের সাথে ফিউড শুরু করে। এই ফিউডে রোমানকে টাইটেল ধরে রাখতে Seth Rollins ও Dean Ambrose সাহায্য করে, স্ট্রোম্যানকে সাহায্য করে Drew McIntyre ও Dolph Ziggler।

এরপর হেল ইন এ সেল পিপিভিতে রোমান এবং স্ট্রোম্যানের মধ্যে ম্যাচে ব্রক লেসনার ইন্টারফেয়ার করে দুজনকেই অ্যাটাক করে, ফলে ম্যাচটা নো কন্টেস্ট হয়ে যায়। ফলস্বরূপ WWE ক্রাউন জুয়েল পিপিভিতে ব্রক, রোমান ও স্ট্রোম্যানের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ ঠিক করা হয়। কিন্তু এরপরে আসে দুঃখের খবর।

• রোমানের ব্লাড ক্যান্সার এবং রিটার্ন :

২০১৮ সালের ২২ শে অক্টোবরের Raw তে WWE ইউনিভার্স কে চমকে দিয়ে রোমান রেইন্স ঘোষণা করেন যে তার লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার ১১ বছর আগেই ধরা পরলেও এখন আবার মাথাচাড়া দিয়েছে, ফলস্বরূপ তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটিকে ভ্যাকান্ট করতে হয়। যে প্রোমোর শুরু হয়েছিল দর্শকদের বু দিয়ে সেটি শেষ হয় "Thank You রোমান" চ্যান্ট দিয়ে। রেইন্স সেই প্রোমোতেই আবার রিটার্ন করার কথা বলে।

কথামতোই, ২০১৯ সালের ২৫ জানুয়ারিতে রোমান রিটার্ন করে এবং উচ্ছসিত দর্শকদের সামনে জানায় তার লিউকিমিয়া পুনরায় আয়ত্বে আনা গেছে। এরপরে শিল্ডের পুনর্মিলন হয় এবং রোমান, সেথ ও অ্যামব্রোস ফাস্টলেন পিপিভিতে McIntyre, Lashley ও Corbin -দের টিমকে পরাজিত করে। এরপর ২০১৯ এর সুপারস্টার শেক-আপ এ রোমানকে স্ম্যাকডাউনে ড্রাফট করা হয়।

পরে রেইন্স Elias ও Vince McMahon এর উপর অ্যাটাক করলে এলিয়াসের সঙ্গে তার মানি ইন দ্যা ব্যাংক -এ ম্যাচ স্থির হয় যেটাতে রেইন্স জয়লাভ করে। এরপরে Super ShowDown এ তার পিতার অপমানের প্রতিশোধ নিতে Shane McMahon রোমানের সাথে ম্যাচ খেলে, সেখানে McIntyre এর ইন্টারফেয়ারেন্সে রেইন্স পরাজিত হয়।

ফলস্বরুপ Stomping Grounds পিপিভিতে রোমান McIntyre এর সাথে ম্যাচ খেলে এবং শেনের ইন্টারফেয়ারেন্স থাকা সত্ত্বেও জয়লাভ করে। এরপরে McIntyre এবং শেন রোমানের উপর অ্যাটাক করলে The Undertaker তাকে রক্ষা করে এবং এক্সট্রিম রুলস পিপিভিতে তাদের বিরুদ্ধে No Holds Barred ট্যাগ টিম ম্যাচ খেলে রোমান এবং টেকার জয় লাভ করে।

• রোয়ান, হার্পার, করবিনদের সাথে ফিউড :

এরপরে Rowan এর সাথে রোমানের ফিউড শুরু হয়। ফলস্বরূপ, ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্স এ তাদের No Disqualification ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে Luke Harper রিটার্ন করে এবং ইন্টারফেয়ার করে রোমানকে পরাজিত করে। এরপরে স্ম্যাকডাউন এর ২০তম বার্ষিকীতে রোমান এবং Rowan এর Lumberjack ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে রোমান জয়লাভ করে।

পরবর্তী হেল ইন এ সেল পিপিভিতে রোমান Bryan এর সাথে টীম আপ করে Rowan ও Harper এর টিমকে পরাজিত করে, ফলে তাদের ফিউড শেষ হয়। এর পরে ক্রাউন জুয়েল পিপিভিতে রোমান টিম হোগানের পক্ষ হয়ে খেলে এবং টিম ফ্লেয়ারকে পরাজিত করে।

২০১৯ এর নভেম্বরে রোমান King Corbin, Dolph Ziggler ও Robert Roode -দের সাথে ফিউড করে। সারভাইভর সিরিজ এর জন্য রোমানকে স্ম্যাকডাউন টিমের টিম ক্যাপ্টেন হিসাবে ঘোষিত করা হলে তারা টিম Raw এবং টিম NXT কে পরাজিত করে। TLC পিপিভিতে Corbin এবং রোমানের মধ্যে Tables, Ladders, And Chairs ম্যাচে Ziggler ও The Revival (Dash Wilder ও Scott Dawson) -এর ইন্টারফেয়ারেন্সের ফলে রোমান পরাজিত হয়।

এরপরে ২০২০ সালের রয়্যাল রাম্বাল পিপিভিতে রোমান ও করবিনের মধ্যে Falls Count Anywhere ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে The Usos এর সহায়তায় রোমান জয়লাভ করে। সেই রাতের রয়্যাল রাম্বাল ম্যাচে রোমান আরও একবার রানার আপ হয়। এরপরে Super ShowDown পিপিভিতে রোমান এবং করবিনের স্টিল কেজ ম্যাচে রোমান জয়লাভ করে এবং তাদের ফিউড এখানেই সমাপ্ত হয়।

• কোরোনার প্রভাব ও ইউনিভার্সাল টাইটেল জয় :

এরপরে রোমান Goldberg কে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে এবং রেসেলমেনিয়া ৩৬ এ তাদের ম্যাচ ঠিক হয়। কিন্তু দুঃখজনকভাবে ৩রা এপ্রিল ঘোষণা করা হয় যে রেইন্স COVID-১৯ মহামারীর কারণে সেখানে অংশগ্রহন করবে না, যেটা রোমানের লিউকিমিয়ার ফলে কমজোরি শরীরের পক্ষে সাংঘাতিক হতে পারে। পরবর্তীতে রেইন্স বলেন তাকে পরিবারের স্বার্থে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল।

২৩ আগস্টের সামারস্ল্যামে Bray Wyatt এবং Braun Strowman এর মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের শেষে রোমান রিটার্ন করে এবং তাদের দুজনকেই অ্যাটাক করে। পরের স্ম্যাকডাউনে রেইন্স তার নতুন ম্যানেজার হিসাবে পল হেইম্যানের নাম ঘোষণা করে এবং হিল হবার ইঙ্গিত দেই।

পরের পেইব্যাক পিপিভিতে রোমান, ব্রেই ও স্ট্রোম্যানের মধ্যে ট্রিপল থ্রেট টাইটেল ম্যাচে রোমান বিজয়ী হয় এবং দ্বিতীয়বারের মতো ইউনিভার্সাল চ্যাম্পিয়নের খেতার অর্জন করে।

• রোমানের বহু প্রতীক্ষিত হিল টার্ন ও ট্রাইব্যাল চিফ টাইটেল :

এরপরে রোমান হিলের আভাস দিয়ে উসোসদের সঙ্গে ফিউড শুরু করে। ক্ল্যাশ অফ চ্যাম্পিয়ন্স পিপিভিতে টাইটেল ম্যাচে রোমান Jey Uso কে ক্রমাগত মারতে থাকলে জিমি এসে তাকে তাদের পরিবারের চিফ হিসাবে মান্যতা দিয়ে Jey এর তরফে হার মেনে নেয়। পরের স্ম্যাকডাউনে পল হেইম্যান রোমানকে Anoa'i ফ্যামিলির Tribal Chief হিসাবে ঘোষণা করলে Jey Uso সেটা মানতে চায় না এবং হেল ইন এ সেল পিপিভিতে তাদের ম্যাচ আয়োজিত হয়। 

ম্যাচটি " "I Quit" ম্যাচ হিসাবে ঘোষিত হয় এবং রোমানের দ্বারা জিমিকে আহত করার ফলে জেই হার মেনে নিতে বাধ্য হয়। এরফলে জেইকে রোমানের প্রত্যেক আদেশ মেনে চলতে হয় এবং তাকে "The Tribal Chief" হিসাবে সম্বোধন করতে হয়, যার ফলে ২০১৪ সালের পর প্রথমবার রেইন্সের হিল টার্ন সম্পূর্ণ হয়।

এরপরে রোমান Survivor Series পিপিভিতে WWE Champion Drew McIntyre কে চ্যাম্পিয়ন Vs. চ্যাম্পিয়ন ম্যাচে পরাজিত করে। পরবর্তিতে রোমান কেভিন ওয়েন্সের সাথে ফিউড শুরু করে এবং তাকে TLC এবং Royal Rumble পিপিভিতে পরাজিত করে। এরপরে রেইন্স Elimination Chamber এবং Fastlane পিপিভিতে ড্যানিয়েল ব্রায়েনের বিরুদ্ধে টাইটেল ডিফেন্ড করে এবং একই সাথে রয়াল রাম্বাল বিজয়ী এজের সাথেও ফিউডে জরিয়ে থাকে।

• ড্যানিয়েল ব্রায়েনের সাথে I Quit ম্যাচ :

১১ই এপ্রিল ২০২১ এ আয়োজিত WrestleMania ৩৭ এ জেই উসো এর সাহায্যে রোমান, এজ এবং ব্রায়েনকে ট্রিপল থ্রেট ম্যাচে হারিয়ে তার ইউনিভার্সাল টাইটেল ডিফেন্ড করে। পরের স্ম্যাকডাউনে রেইন্স ড্যানিয়েল ব্রায়েনের সঙ্গে চ্যাম্পিয়নশিপ Vs ক্যারিয়ার ম্যাচ খেলে, যেখানে ড্যানিয়েল পরাজিত হয়ে স্ম্যাকডাউন ছাড়তে বাধ্য হয়। 

এরপরে WrestleMania Backlash পিপিভিতে রেইন্স সিজারোকে পরাজিত করে এবং তারপরে Rey Mysterio এর ছেলে ডমিনিককে আক্রমণ করে মিস্টেরিও এর সাথে ফিউড শুরু করে। স্ম্যাকডাউনে আয়োজিত হেল ইন এ সেল ম্যাচে রোমান Rey কে পরাজিত করলে এজ রিটার্ন করে এবং রোমানকে অ্যাটাক করে।

• জন সিনা ও ব্রকের সাথে পুনরায় ফিউড :

পরবর্তী Money in the Bank পিপিভিতে রোমান ও এজের টাইটেল ম্যাচ হলে সেথ রলিন্স ইন্টারফেয়ার করে রোমানকে জিততে সাহায্য করে। ম্যাচের পরে জন সিনা রিটার্ন করে রোমানকে চ্যালেঞ্জ করে, ফলস্বরূপ SummerSlam পিপিভিতে তাদের টাইটেল ম্যাচ হয় যেখানে সিনাকে পরাজিত করে রোমান টাইটেল ডীফেন্ড করে। এই ম্যাচের পরেই ব্রক লেসনার রিটার্ন করে রোমানের সঙ্গে ফেস অফ করে।

এরপরে Extreme Rules পিপিভিতে রোমান ফিন ব্যালরকে পরাজিত করে। পরে Crown Jewel পিপিভিতে উসোসদের সাহায্য নিয়ে রোমান ব্রক লেসনারকে পরাজিত করে। পরবর্তীতে Survivor Series পিপিভিতে WWE চ্যাম্পিয়ন Big E এর বিরুদ্ধে রেইন্স জয়লাভ করে। 

• রোমানের কোভিড সংক্রমণ ও লেসনারের রেকর্ড ভাঙ্গা :

এরপরে রোমান পল হেইম্যানকে তার ম্যানেজার পদ থেকে ফায়ার করে দেই, ফলে ১লা জানুয়ারি ২০২২ এ 'Day 1' ইভেন্টে লেসনারের সঙ্গে রোমানের ম্যাচ ঠিক হয়, কিন্তু রোমানের COVID-19 পজিটিভ রিপোর্ট আসায় ম্যাচটি বাতিল করা হয়। এরফলে ১৬ই জানুয়ারি ২০২২ এ রোমান ব্রক লেসনারের ৫০৩ দিনের অপরাজিত ইউনিভার্সাল চ্যাম্পিয়ন থাকার রেকর্ডটিকে ভেঙ্গে ফেলে এবং WWE এর ইতিহাসে ষষ্ঠ দীর্ঘতম অপরাজিত চ্যাম্পিয়ন হবার খেতাব অর্জন করে। 

• রোমানের ক্যারিয়ারের অজানা কিছু তথ্য :

(১) তিনি বর্তমানে একমাত্র রেসলার যে খুব কম সময় অন্যান্য ডেভেলপমেন্ট সার্কিট, ইন্ডি, বা অন্যান্য রেসলিং প্রতিষ্ঠানে না খেলেই WWE তে সুযোগ পেয়েছেন। তিনি FCW তে মাত্র দুই বছর ছিলেন এবং জিতেছিলেন FCW ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ!

(২) WWE ছাড়া তিনি তার ৫ বছর ক্যারিয়ারে এখন পর্যন্ত কোন প্রতিষ্ঠানেই ট্যাগ টিম টাইটেল ছাড়া অন্য কিছু জিততে পারেন নি।

(৩) মুল রোস্টারে আসার আগে তার ৪ টি নিকনেইম ছিল। কিন্তু ৩ বছরে তারমাত্র একটাই নিকনেইম হয়েছে "The Powerhouse"।

(৪) রোমান ২০১৫ সালের রয়্যাল রাম্বাল ম্যাচ জিতলেও ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭ এই চার রাম্বালেই রানার আপ হয়েছিলেন। ২০১৭ সালের রাম্বালে ৩০ নম্বরে এসে রোমান টেকারকে এলিমিনেট করেছিলেন।

(৫) রোমান রয়াল রাম্বালে তিনবার শেষপর্যন্ত গিয়ে দ্যা ইভোলিউশন টিমের মেম্বারদের কাছে এলিমিনেটেড হয় - ২০১৪ সালে বাতিস্তার কাছে, ২০১৬ সালে ট্রিপল এইচের কাছে এবং ২০১৭ সালে র‍্যান্ডি অরটনের কাছে।

(৬) তিনি একাই রয়্যাল রাম্বাল ২০১৪ তে ১২ জন এবং সারভাইভর সিরিজ ২০১৩ তে ৫ জনের ভিতর ৪ জনকে এলিমিনেট করে রেকর্ড গড়েন।

(৭) তিনি তার ক্যারিয়ারের ৭৫% ম্যাচ জিতেছেন। তিনি সবচেয়ে বেশি সিঙ্গেল ম্যাচে হারিয়েছেন Kane কে। তিনি সর্বপ্রথম পিনফলে হারেন Daniel Bryan এর কাছে !

(৮) ২০১৪ সালে PWI র‍্যাংকিং -এ সেরা ৫০০ রেসলারের মধ্যে ৭ নম্বরে ছিলেন তিনি। ২০১৬ সালের রাঙ্কিং এ তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন।

(৯) CM Punk প্রথমে তাকে The Shield টিমে প্রবেশ করাতে চায়নি, Triple H তাকে শীল্ডে জায়গা করে দিয়েছিলেন।

(১০) তিনি মাত্র ৩ বছর ক্যারিয়ারে ৫ বার Slammy Award পেয়েছেন, Individual, Single দুই ক্ষেত্রেই। তিনি সর্বকনিষ্ঠ Superstar Of The Year এওয়ার্ড পাওয়া রেসলার।

(১১) তিনি একবছরের মধ্যে দুইবার মি. মানি ইন দ্যা বাঙ্কের দ্বারা প্রভাবিত হয়েছেন যার ফলস্বরূপ প্রথমে টাইটেল জয়ে অসফলতা এবং পরবর্তীতে টাইটেল জয় করেও ৫ মিনিটে আবার টাইটেল হাতছাড়া হয়েছে।

(১২) তার ভালো রেকর্ড এর সাথে কিছু খারাপ দিকও আছে। সে মুভ দিতে ভুল করে ফেলে মাঝেমাঝে, মাইক স্কিল ঠিক করার জন্য কিছুদিন এক্টরের কাছে ট্রেইনিং নিয়েছিল। ক্রমাগত অধিক পুশের কারনে সে নেগেটিভ রিয়াকশন পেয়ে থাকে। 

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

ESPY Award

Best WWE Moment (২০১৯) – Return After Battle With Leukemia

Florida চ্যাম্পিয়নশিপ রেসলিং/FCW

FCW Florida ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ( বার) – সাথে : Mike Dalton

Pro Wrestling Illustrated

Comeback অফ দ্যা ইয়ার (২০১৯)

Inspirational রেসলার অফ দ্যা ইয়ার (২০১৮, ২০১৯)

Most Hated রেসলার অফ দ্যা ইয়ার (২০১৬)

Most Improved রেসলার অফ দ্যা ইয়ার (২০১৫)

ট্যাগ টিম অফ দ্যা ইয়ার (২০১৩) – সাথে : Seth Rollins

Ranked No. Of The Top ৫০০ Singles Wrestlers In The PWI ৫০০ In ২০১৬

Wrestling Observer Newsletter

Most Improved (২০১৩)

Most Overrated (২০১৬)

ট্যাগ টিম অফ দ্যা ইয়ার (২০১৩) – সাথে : Seth Rollins

World Wrestling Entertainment / WWE

WWE চ্যাম্পিয়নশিপ ( বার)

WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ( বার)

WWE ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ( বার)

WWE ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ( বার)

WWE ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ( বার) – সাথে : Seth Rollins

২৮ তম ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন

নবম গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন (বর্তমান ফরম্যাটে; ১৭ তম সব মিলিয়ে)

রয়্যাল রাম্বাল (২০১৫)

WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট (২০১৫)

Slammy Awards

Breakout Star অফ দ্যা ইয়ার (২০১৩) সাথে Dean Ambrose এবং Seth Rollins - The Shield

Extreme Moment অফ দ্যা ইয়ার (২০১৫) – Post-TLC Rampage

Faction অফ দ্যা ইয়ার (২০১৩, ২০১৪) সাথে Dean Ambrose And Seth Rollins - The Shield

Superstar অফ দ্যা ইয়ার (২০১৪)

Trending Now (Hashtag) অফ দ্যা ইয়ার (২০১৩) – #BelieveInTheShield সাথে : Dean Ambrose এবং Seth Rollins - The Shield

"What A Maneuver" অফ দ্যা ইয়ার (২০১৩) – Spear

WWE Year-End Awards ( বার)

Best Reunion (২০১৮) সাথে : Dean Ambrose এবং Seth Rollins - The Shield

Hottest Rivalry (২০১৮) Vs. Brock Lesnar



• লেখক : রেসলিং বাংলা ওরিজিনাল।

1 টি মন্তব্য:

কমেন্ট করার জন্য ধন্যবাদ!