প্রো-রেসলিংয়ের অন্যতম কর্ণধার হচ্ছে জাপানীজ প্রো-রেসলিং। আজকের পোস্টটিতে জাপানীজ প্রো-রেসলিং নিয়ে আলোচনা করাই আমার মূখ্য উদ্দেশ্য। সাথে থাকছে NJPW এর ব্যাপারে কয়েকটি অজানা তথ্য। তাহলে শুরু করা যাক - 

সূর্যোদয়ের দেশ জাপান। জাতি হিসেবে তারা খুবই কর্মঠ, অধ্যবসায়ী এবং সীমাহীন ধৈর্যের অধিকারী। Wrestling, Mixed Martial Art এবং Karate তাদের ঐতিহ্য, এগুলো তাদের রক্তের সাথে একাকার। যদিও প্রো-রেসলিং এখনোও স্পোর্টস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি, কিন্তু জাপানীরা প্রো-রেসলিংয়ের সাথে বিভিন্ন ধরণের Combat Sports যেমন: Muay Thai, Mixed Martial Art, Sambo, Boxing, Jiu-Jit su এর সংমিশ্রণ ঘটিয়ে প্রো-রেসলিংকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। মূলত, এই কারণেই জাপানীজ প্রো-রেসলিং, আমেরিকান প্রো-রেসলিং হতে নিজেদের আলাদা করে রেখেছে। 

জাপানী ভাষায় প্রো-রেসলিংকে সংক্ষিপ্ত রূপে "Puroresu" বলা হয়। তবে জাপানীরা এই Puroresu শব্দের মাধ্যমে বিশ্বের সব প্রো-রেসলিং কোম্পানিকেই বোঝায় । এক্ষেত্রে Puroresu শব্দটির মাধ্যমে যেমন জাপানী প্রোমো গুলোকে বুঝানো হয় ঠিক তেমনি এর মাধ্যমে আমেরিকান প্রোমো গুলোকেও বুঝানো হয়। 

তবে, আমেরিকান প্রোমো গুলোর রেসলিং স্টাইল এবং জাপানী প্রোমো গুলোর রেসলিং স্টাইলের মধ্যে প্রচুর বৈসাদৃশ্য বিদ্যমান যদিওবা অল্প সাদৃশ্যও আছে। জাপানী প্রো-রেসলিং হচ্ছে একদম পিউর প্রো-রেসলিং, তাদের রেসলিং দেখলে বুঝাই যায় না এটা স্ক্রিপ্টেড। তারা MMA এবং Freestyle Wrestling এর মতনই প্রো-রেসলিংকে রিয়েল হিসেবে বিবেচনা করে যা তাদের রেসলিং স্টাইল দেখলেই বুঝা যায়। আমেরিকান প্রো-রেসলিং গিমিকভিত্তিক হলেও, জাপানী প্রো-রেসলিং কখনোও গিমিকভিত্তিক ছিল নাহ। কারণ, জাপানী প্রো-রেসলিংয়ের মূল লক্ষ্য হচ্ছে রেসলিং। তারা স্টোরিলাইন,গিমিক,ক্যারেক্টার কে কখনই তেমন প্রাধান্য দেয়নি, তারা সবসময়েই রেসলিংকে প্রাধান্য দিয়েছে। এর জন্যই জাপানী প্রোমোগুলোর বেশিরভাগ রেসলারই গিমিকবিহীন। আমেরিকান প্রোমোশনে স্টোরিলাইন প্রধান হলেও জাপানী প্রোমোশনে স্টোরিলাইন ততটা প্রভাব ফেলে নাহ, এর জন্যই জাপানী প্রোমো গুলোর ফিউড আমেরিকান প্রোমো গুলোর মতন ততটা জমজমাট হয়না। 

নিজেদের মূল ফোকাস রেসলিংয়ের ক্ষেত্রে থাকায় তাদের রেসলিং স্টাইল, আমেরিকান রেসলিং স্টাইলের চাইতে অনেকগুন বেটার এবং বৈচিত্র্যময়। প্রো-রেসলিং এর সাথে Shoot Wrestling বা Strong Style কে যোগ করে তারা তাদের রেসলিং স্টাইলকে আরোও পরিপূর্ণ করে তুলেছে। উল্লেখ্য যে, Strong Style হচ্ছে এমনই এক রেসলিং স্টাইল যেখানে রেসলাররা তাদের শরীরের কনুই,হাটু ব্যাবহার করে অপোনেন্ট এর উপর মুভ প্রয়োগ করেন। যার ফলে, এই রেসলিং স্টাইলে একটু Botch হলেই মারাত্বক কিছু ঘটতে পারে কারণ, কনুই এবং হাটু হচ্ছে মানবদেহের সবচেয়ে তীক্ষ্ণ অঙ্গ। তাই বুঝতেই পারছেন, Strong Style কতটা ভয়ংকর! অথচ, জাপানী প্রোমোশনে এই রেসলিং স্টাইল পুরাই ডাল-ভাত। 

প্রো-রেসলিংয়ের যত মারাত্বক মুভ আছে এর প্রায় সবগুলোই জাপানী প্রোমো তে ব্যাবহৃত হয় অথচ WWE তে ঐসব মারাত্বক মুভগুলো নিষিদ্ধ। যেখানে PileDriver এর মতন একটি মুভ জাপানী প্রোমো তে ভাতের মতন ব্যাবহার করা হয় সেখানে WWE তে PileDriver এবং এই ক্যাটাগরির সব মুভই ব্যান লিস্টে! যদিওবা, WWE তে Taker এবং Kane এই PileDriver ক্যাটাগরির Tombstone PileDriver মুভটি ব্যাবহার করেন তবে বাকি সব রেসলারদের জন্য এটি এখনোও নিষিদ্ধ। WWE তে Dragon Suplex নিষিদ্ধ কিন্তু জাপানী প্রোমো তে এই মারাত্মক মুভটি অহরহ ব্যাবহৃত হয় তাও মাঝে কেউ এই মুভটি টার্নবাকল এর উপর থেকেও মারেন 👨মুভ ব্যাবহারে এইরকম স্বাধীনতার কারণে জাপানী প্রোমোর ম্যাচগুলো দারূণ হয়। 

শুধু, টেকনিক্যাল বা হাই-ফ্লায়িংয়েই ক্ষান্ত হয়নি জাপানী রেসলিং স্টাইল! তারা হার্ডকোর রেসলিংয়েও পারদর্শী। হার্ডকোর রেসলিং এর জন্য আমেরিকান প্রোমো গুলোর মধ্যে যেমন CZW (Combat Zone Wrestling) প্রধান, ঠিক তেমনি জাপানী হার্ডকোর রেসলিংয়ের জন্য বিখ্যাত একটি প্রোমোশন এর নাম BJW(Big Japan Pro Wrestling)। এই প্রোমোশনে Deathmatch সহ আরোও ধরণের দুর্দান্ত হার্ডকোর ম্যাচ অনুষ্টিত হয়। 


তবে জাপানী প্রোমোশন এর মধ্যে দুই রাঘব প্রোমোশন হচ্ছে NJPW (New Japan Pro Wrestling) এবং AJPW (All Japan Pro Wrestling)। এখানে, NJPW হচ্ছে বিশ্বের ২য় বৃহত্তম প্রো-রেসলিং কোম্পানি এবং শুধু রেসলিং এর বিচারে এটিই সর্বশ্রেষ্ঠ কোম্পানি। এর Founder হচ্ছেন Antonio Inoki, যিনি নিজেই এই কোম্পানির ভিত প্রতিষ্টিত করেছিলেন। অপরদিকে, AJPW হচ্ছে জাপানী প্রোমো গুলোর মধ্যে ২য় স্থানে। এটির Founder ছিলেন Giant Baba,তবে ১৯৯৯ সালে তার মৃত্যুর পর থেকে কোম্পানিটি নিজস্ব পপুলারিটি হারায়। তখন, কোম্পানির দায়িত্ব পেয়েছিলেন প্রো-রেসলিং এর ইতিহাসে সর্বোচ্চ ২৬ টি 5★ রেটিংপ্রাপ্ত ম্যাচের অধিকারী Mitsuharu Misawa!! তবে, কোম্পানির ম্যানেজমেন্ট এর সাথে তার মনোমালিন্যতার কারণে তিনি AJPW ছেড়ে দেন এবং Pro Wrestling Noah নামক কোম্পানি প্রতিষ্টা করেন যেটির যাত্রা শুরু হয় ২০০২ সালে। 

বর্তমান WWE তে Shinsuke Nakamura, Asuka, Hideo Itami রা হচ্ছেন জাপানী প্রোমোশন এর নিজস্ব রেসলার। তাছাড়াও, জাপানী প্রোমোশন এর আরোও অনেক রেসলার রাই আমেরিকান ইন্ডি সার্কিট গুলোতে রেসলিং করে নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন। আবার, আমেরিকান প্রোমোশন এর রেসলাররাও জাপানী প্রোমো গুলোতে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছেন। এক্ষেত্রে, Chris Benoit, Vader, Chris Jericho, Brock Lesnar, Kurt Angle, Prince Devitt(যাকে আমরা বর্তমানে Finn Balor নামে চিনি) এবং AJ Styles এর নামই উল্লেখ্যযোগ্য ✌ তবে, জাপানী প্রোমো গুলোতে জাপানী রেসলার বহির্ভূত অন্য দেশীয় রেসলারদের "Gaijin" বলা হয়। 

♦ WWE বা TNA এর সঙ্গে জাপানি প্রো রেসলিং এর পার্থক্য ঃ

জাপানী রেসলিং প্রমোশনগুলো সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় - বিশ্বে একমাত্র জাপানী রেসলিং প্রমোশনগুলো ই বর্তমানে সত্যিকার "প্রো-রেসলিং" এর স্বকীয়তা বজায় রেখেছে। অপরদিকে TNA, WWE র দিকে যদি লক্ষ্য করা যায়, তাদের বায়োডাটার ইতিবৃত্ত যদি দেখেন তাহলে এটা স্পষ্টভাবে ই বোধগম্য এবং অনেকক্ষেত্রে তারা নিজেরাই বলে তাদের প্রমোশনগুলো হচ্ছে মূলত 'Entertaining' বা 'প্রচারকমূলক' প্রমোশন। ঊদাহরণ হিসেবে WWE প্রমোশনের ফুল মিনিংটা উল্লেখ করা যেতে পারে- WWE="World Wrestling 'Entertainment' "এ ধারার রেসলিং তথা মূলত 'রেসলিংভিত্তিক এন্টারটেইনিং' ই ওয়ার্ল্ড-ওয়াইড আম-মানুষের কাছে পরিচিত। (বাংলাদেশী বা ভারতীয় ফ্যানদের এর উৎকৃষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরা যেতে পারে, তবে কোর রেসলিং ফ্যানদের কথা আলাদা) তাই এটাকে বলা হয় 'Wrestling Business'এখন যাদের নূন্যতম ও এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, তাদের জানার কথা 'Business' বা 'ব্যবসা' র আভিধানিক অর্থ কি!তাই আর নাই বা বললাম। 

অপরপক্ষে আপনি যদি জাপানী প্রো-রেসলিং প্রমোগুলোর দিকে থাকান, বেশী গভীরে যাওয়ার দরকার নেই জাস্ট প্রমোশনসমূহের নামগুলো লক্ষ্য করুন--

NJPW= New Japan Pro-Wrestling
AJPW= All Japan Pro-Wrestling
PWN= Pro-Wrestling Noah

অর্থাৎ ইটস অল এবাউট নট অনলি 'Wrestling' বাট 'Pro-Wrestling'

তাই আপনি যদি এই প্রমোগুলোতে WWE, TNA র মতো 'Entertainment' খুঁজেন তাহলে আপনাকে নিরাশ হতে হবে। আপনি সেগুলাতে তা তেমন পাবেন না। তবে যদি সত্যিকার 'প্রো-রেসলিং' ফ্যান হয়ে থাকেন, 'প্রো-রেসলিং ব্যাসিক' এর ফ্যান হয়ে থাকেন, 'হার্ডকোর রেসলিং উইথ টেকনিক' দেখতে চান তাহলে আপনাকে নিরাশ হতে হবে না, আপনি তা অঢেলভাবেই পাবেন সেখানে। যা আপনি WWE র মতো এন্টারটেইনিং ব্যাসিস রেসলিং কোম্পানিতে কখনোই পাবেন না। কারণ তারা যা করে তা মূলত 'Business' আর জাপানীরা যা করে তা মূলত 'Wrestling' যা তাদের ঐতিহ্য, তাদের রক্তধারায় মিশ্রিতকরা। 

এখানেই ডিফারেন্স জাপানী রেসলিং প্রমোশনের সাথে WWE, TNA র মতো রেসলিং প্রমো র। একদিকে যে প্রমোগুলোতে গিমিক, এন্টারটেইনিং ব্যাসিস সো কল্ড রেসলিং কে প্রায়োরিটি দেয়া হয়, যোগ্যতা ছাড়াই কাউকে উপরে তুলা হয়, অপরদিকে তাদের বিপরীত এ প্রমোগুলোতে এন্টারটেইনমেন্ট কে পাশ কাটিয়ে, অলীক গিমিকের ভ্রম ছাড়িয়ে যোগ্যতাকে দেয়া হয় সর্বোচ্চ প্রায়োরিটি। WWE র মতো প্রমোশনগুলোর প্রচারকমূলক ক্যাপাসিটি, মিলিয়ন মিলিয়ন অর্থের[বাঙ্গালী টাকার মিলিয়ন না, আমি US Dollar এর মিলিয়ন বুঝাচ্ছি, হিসেবের অংকটা তাই একটু বেশী ই] ছড়াছড়ির ধারেকাছে না থাকলেও এরা বিশ্বের প্রতিটি সত্যিকার প্রো-রেসলিং ফ্যানদের মাঝে তাদের অবস্থান করে নিয়েছে, কেবল কিছু প্লাস্টিক সো কল্ড ফ্যান ছাড়া, যারা না বুঝে 'এন্টারটেইনমেন্ট' না বুঝে 'প্রো-রেসলিং' এর ব্যাসিক। যাদেরকে সেই সব কোর রেসলিং ফ্যানরা অতি আদর করে 'PG Kid' বলে সম্বোধন করে। 

♦ NJPW -এর ব্যাপারে কিছু অজানা তথ্য ঃ 


• NJPW এর পুরোনাম New Japan Pro Wrestling। এটা পুরো দুনিয়ার ২নাম্বার বৃহৎ রেসলিং কোম্পানি। এটির যাত্রা শুরু হয় ১৯৭২ সালে জাপানের রেসলিং লিজেন্ড Antonio Inoki এর হাত ধরে। তিনি এইটা তৈরি করার পরিকল্পনা করেন। এখন এই কোম্পানি জাপান এবং এশিয়ার সর্ববৃহৎ রেসলিং কোম্পানি এবং পুরো দুনিয়ায় ২য় বৃহত্তম রেসলিং কোম্পানি। 

• পুরো দুনিয়ার যে যে রেসলিং কোম্পানি এদের বেশিরভাগেই Women Division আছে। মূলত সব রেসলিং কোম্পানি Women Division রাখে খেলাকে আরো আকর্ষিত করার জন্য। কিন্তু অপরদিকে NJPW কোনো Women Division রাখে নি। তারা জাপানের টেলেন্টেড মহিলা রেসলার দের অন্য অন্য কোম্পানি তে ট্রান্সফার করে দেন। ২০০০ সালে NJPW তে মহিলা ডিভিশন ছিল। আর অই সালেই প্রো রেসলিং ইতিহাসের বেস্ট Women ম্যাচ গুলা হয়েছিল NJPW তে। 

• পুরো ওয়াল্ড এর বেশিরভাগ রেসলিং কোম্পানি তে রেসলিং এর পাশাপাশি এন্টারটেইন ও থাকে। তারা ফ্যানদের মজা দেওয়ার জন্য এই এন্টারটেইন এর আয়োজন করে থাকেন বাট অন্যদিকে NJPW তে কোনোরকম এন্টারটেইন নেই সেখানে আছে শুধু কঠিন কঠিন স্টাইল। আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে, তাদের স্টাইল কতো জটিল টাইপের। এমন কি তাদের ফিনিশার যেই মুভগুলা আছে সেগুলা খুব মারাত্মক। এগুলা ভুলভাবে প্রয়োগ করলে যেকোনো রেসলার এর ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তাও তারা এগুলার চিন্তা করে না। তাদের লক্ষ্যই হচ্ছে ৫★ অথবা জটিল জটিল ম্যাচ। এর জন্য যা দরকার তারা তা করে। 

• আপনারা WWE এর দিকে লক্ষ্য করলেই দেখবেন WWE তে প্রতি সপ্তাহে Raw & Sd হয়ে থাকে। এছাড়াও হয়ে থাকে নানা ধরনের লাইভ ইভেন্ট। কিন্তু NJPW তে সপ্তাহের কোনো নিদিষ্ট সময় নেই যে অইদিনেই তাদের সাপ্তাহিক পিপিভি (Raw&Sd এর মতো) হবে। তাদের কালচার একেবারেই অন্যরকম। তাদের প্রতিমাসে কয়েকটি Tour হয় এবং অই Tour এই তারা ম্যাচ খেলে। এই Tour গুলা কখনো কখনো মাসে একবারমাত্রও হয়। তাই সেখানে সপ্তাহের কোনো নিদিষ্ট শিডিউল নেই। 

• WWE অথবা অন্য অনেক রেসলিং কোম্পানি গুলাতে তাদের ফ্যান রা ম্যাচ চলাকালীন সময় নানারকম চ্যান্ট করে নানারকম চিল্লাচিল্লি করে। বাট NJPW তে কখনো এইরকম হয় না। সেখানে তাদের ফ্যানরা ম্যাচ চলাকালীন সময় কোনো চ্যান্ট করে না তারা চুপ করে খুব মনযোগ সহকারে ম্যাচ দেখে। 

• হ্যা, তাদের ম্যাচ গুলা কখনো ছোট হয়না। তারা সব সময় লং ম্যাচের স্কিপ্ট করে থাকেন এবং ম্যাচগুলা দেখতেও খুব অসাধারণ লাগে। আপনারা কিছুদিন আগের হয়ে যাওয়া Omega vs Okada ম্যাচ টা দেখলেই বুঝতে পারবেন তাদের ম্যাচ কিরকম হয়?অন্যদিকে WWE তে ১/২ মিনিটেরও ম্যাচ থাকে। যা খুব বোরিং লাগে। এছাড়া NJPW এর Low Card এর ম্যাচগুলাও ১০/১৫ মিনিট হয়ে থাকে। যেগুলা WWE এর Main Card ম্যাচের সময়ের সমান। 

• NJPW তে ম্যাচ চলাকালীন সময় কোনও রেসলার রিং এর বাইরে পরে গেলে ১০ বার কাউন্ট করেনা। তারা ২০ বার কাউন্ট করে থাকে। অপরদিকে অন্য সব রেসলিং কোম্পানি তে ১০ কাউন্ট করে। 

• WWE তে রেসলার দের ওজন ভিক্তিক ডিভিশন আছে। যেমন-ক্রুসারওয়াইট ডিভিশন। তেমনি NJPW তেও একটি ওজন ভিক্তিক ডিভিশন আছে। যার নাম:-Junior Heavyweight Division। সেই ডিভিশনে NJPW এর স্বল্প ওজনকারী রেসলার রা খেলে থাকে। তাদের জন্য আলাদা দুইটি চ্যাম্পিয়নশিপ ও আছে। একটি Junior Heavyweight Champions আরেকটি Junior Heavyweight Tag-Team Championship। কিন্তু এদের মধ্য মজার ব্যাপার হচ্ছে। সেই জুনিয়র ডিভিশন এর রেসলার রা Main Card এ আসার জন্য তাদের ওজন পাল্টিয়ে ফেলে। অর্থাৎ ওজন বাড়ায় অথবা কমায়। যা তাদের ক্যারিয়ার সফল করতে অনেক সহায়তা করে। 

• NJPW এর WWE এর সাথে কোনোরকম ভাল রিলেশন নেই। বাট তারা Roh & Cmll এর সাথে ভাল রিলেশন রেখেছে। আসলে NJPW এর ম্যানেজমেন্ট খুব চালাক। তারা Roh&Cmll এর সাথে ভাল রিলেশন রাখে সেখান থেকে ভাল টেলেন্ট NJPW তে আনার জন্য। যদিও তাদের কোম্পানিতে টেলেন্ট এর অভাব নেই। তারা Mexico এর CMLL থেকে অনেক রেসলার এনেছে বাট তাদের Mid Card এ রেখেছে। 

• NJPW তাদের মেইন টাইটেলকে খুব সম্মান করে। অর্থাৎ যথেষ্ট টেলেন্ট রেসলার ছাড়া কেউ NJPW মেজর টাইটেল জিততে পারেন না। এছাড়াও তাদের এই মেজর টাইটেল এর ম্যাচ্ গুলা হয় দুইজন টেলেন্টের রেসলার কে নিয়ে একজনকে নিয়ে নয়। কিন্তু WWE তে AJ Styles এর মতো টেলেন্টেড রেসলার এর সাথে James Ellsworth এর ম্যাচ ঠিক করে মেজর টাইটেল এর জন্য। কিন্তু NJPW টেলেন্ট রেসলার এবং তাদের মেইন টাইটেল কে খুব সম্মান করে। 

• পুরো বিশ্বের সব রেসলিং কোম্পানি তে একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচে নতুন কেউ বিজয়ী হলে তার অনেকগুলা রিম্যাচ দেয় অথবা ফিউড কে অনেক বড় করে। বাট NJPW তে টেনে টেনে ফিউড বড় করেনা। তারা চ্যাম্পিয়নশিপ ম্যাচে চ্যাম্পিয়ন তার টাইটেল হারালেও পরে তার রিম্যাচ দেয়না। সেখানে শুধুমাত্র একবারেই ম্যাচ হয়। অর্থাৎ যেই জিতুক বা হারুক। ম্যাচ একবারেই হবে। যা অনেকের কাছে ভাল লাগেনা। বাট আমার কাছে খুব ভালই লাগে। কেননা তারা এক ফিউড ৩/৪ মাস ধরে করেনা। 

অনেকেই NJPW এবং WWE এর সাথে তুলনা করে। তাদের বলছি WWE হল রেসলিং & এন্টারটেইন কোম্পানি আর অন্যদিকে NJPW হল শুধুমাত্র প্রো রেসলিং কোম্পানি। তাই এই দুই কোম্পানি পুরো ভিন্ন। এই কোম্পানিগুলার মধ্য তুলনা করা বোকামি ছাড়া কিছুই না। 

পরিশেষে, যদি আপনি পিউর প্রো-রেসলিং দেখতে চান, রেসলিং এর প্রকৃত স্বাদ পেতে চান তাহলে অবশ্যই জাপানী প্রোমো গুলোর রেসলিং দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে  😇
• লেখক ঃ Austin_Aamir , ইব্রাহীম খলিল, SENIOR_FM

জাপানীজ প্রো-রেসলিং এবং NJPW


প্রো-রেসলিংয়ের অন্যতম কর্ণধার হচ্ছে জাপানীজ প্রো-রেসলিং। আজকের পোস্টটিতে জাপানীজ প্রো-রেসলিং নিয়ে আলোচনা করাই আমার মূখ্য উদ্দেশ্য। সাথে থাকছে NJPW এর ব্যাপারে কয়েকটি অজানা তথ্য। তাহলে শুরু করা যাক - 

সূর্যোদয়ের দেশ জাপান। জাতি হিসেবে তারা খুবই কর্মঠ, অধ্যবসায়ী এবং সীমাহীন ধৈর্যের অধিকারী। Wrestling, Mixed Martial Art এবং Karate তাদের ঐতিহ্য, এগুলো তাদের রক্তের সাথে একাকার। যদিও প্রো-রেসলিং এখনোও স্পোর্টস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি, কিন্তু জাপানীরা প্রো-রেসলিংয়ের সাথে বিভিন্ন ধরণের Combat Sports যেমন: Muay Thai, Mixed Martial Art, Sambo, Boxing, Jiu-Jit su এর সংমিশ্রণ ঘটিয়ে প্রো-রেসলিংকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। মূলত, এই কারণেই জাপানীজ প্রো-রেসলিং, আমেরিকান প্রো-রেসলিং হতে নিজেদের আলাদা করে রেখেছে। 

জাপানী ভাষায় প্রো-রেসলিংকে সংক্ষিপ্ত রূপে "Puroresu" বলা হয়। তবে জাপানীরা এই Puroresu শব্দের মাধ্যমে বিশ্বের সব প্রো-রেসলিং কোম্পানিকেই বোঝায় । এক্ষেত্রে Puroresu শব্দটির মাধ্যমে যেমন জাপানী প্রোমো গুলোকে বুঝানো হয় ঠিক তেমনি এর মাধ্যমে আমেরিকান প্রোমো গুলোকেও বুঝানো হয়। 

তবে, আমেরিকান প্রোমো গুলোর রেসলিং স্টাইল এবং জাপানী প্রোমো গুলোর রেসলিং স্টাইলের মধ্যে প্রচুর বৈসাদৃশ্য বিদ্যমান যদিওবা অল্প সাদৃশ্যও আছে। জাপানী প্রো-রেসলিং হচ্ছে একদম পিউর প্রো-রেসলিং, তাদের রেসলিং দেখলে বুঝাই যায় না এটা স্ক্রিপ্টেড। তারা MMA এবং Freestyle Wrestling এর মতনই প্রো-রেসলিংকে রিয়েল হিসেবে বিবেচনা করে যা তাদের রেসলিং স্টাইল দেখলেই বুঝা যায়। আমেরিকান প্রো-রেসলিং গিমিকভিত্তিক হলেও, জাপানী প্রো-রেসলিং কখনোও গিমিকভিত্তিক ছিল নাহ। কারণ, জাপানী প্রো-রেসলিংয়ের মূল লক্ষ্য হচ্ছে রেসলিং। তারা স্টোরিলাইন,গিমিক,ক্যারেক্টার কে কখনই তেমন প্রাধান্য দেয়নি, তারা সবসময়েই রেসলিংকে প্রাধান্য দিয়েছে। এর জন্যই জাপানী প্রোমোগুলোর বেশিরভাগ রেসলারই গিমিকবিহীন। আমেরিকান প্রোমোশনে স্টোরিলাইন প্রধান হলেও জাপানী প্রোমোশনে স্টোরিলাইন ততটা প্রভাব ফেলে নাহ, এর জন্যই জাপানী প্রোমো গুলোর ফিউড আমেরিকান প্রোমো গুলোর মতন ততটা জমজমাট হয়না। 

নিজেদের মূল ফোকাস রেসলিংয়ের ক্ষেত্রে থাকায় তাদের রেসলিং স্টাইল, আমেরিকান রেসলিং স্টাইলের চাইতে অনেকগুন বেটার এবং বৈচিত্র্যময়। প্রো-রেসলিং এর সাথে Shoot Wrestling বা Strong Style কে যোগ করে তারা তাদের রেসলিং স্টাইলকে আরোও পরিপূর্ণ করে তুলেছে। উল্লেখ্য যে, Strong Style হচ্ছে এমনই এক রেসলিং স্টাইল যেখানে রেসলাররা তাদের শরীরের কনুই,হাটু ব্যাবহার করে অপোনেন্ট এর উপর মুভ প্রয়োগ করেন। যার ফলে, এই রেসলিং স্টাইলে একটু Botch হলেই মারাত্বক কিছু ঘটতে পারে কারণ, কনুই এবং হাটু হচ্ছে মানবদেহের সবচেয়ে তীক্ষ্ণ অঙ্গ। তাই বুঝতেই পারছেন, Strong Style কতটা ভয়ংকর! অথচ, জাপানী প্রোমোশনে এই রেসলিং স্টাইল পুরাই ডাল-ভাত। 

প্রো-রেসলিংয়ের যত মারাত্বক মুভ আছে এর প্রায় সবগুলোই জাপানী প্রোমো তে ব্যাবহৃত হয় অথচ WWE তে ঐসব মারাত্বক মুভগুলো নিষিদ্ধ। যেখানে PileDriver এর মতন একটি মুভ জাপানী প্রোমো তে ভাতের মতন ব্যাবহার করা হয় সেখানে WWE তে PileDriver এবং এই ক্যাটাগরির সব মুভই ব্যান লিস্টে! যদিওবা, WWE তে Taker এবং Kane এই PileDriver ক্যাটাগরির Tombstone PileDriver মুভটি ব্যাবহার করেন তবে বাকি সব রেসলারদের জন্য এটি এখনোও নিষিদ্ধ। WWE তে Dragon Suplex নিষিদ্ধ কিন্তু জাপানী প্রোমো তে এই মারাত্মক মুভটি অহরহ ব্যাবহৃত হয় তাও মাঝে কেউ এই মুভটি টার্নবাকল এর উপর থেকেও মারেন 👨মুভ ব্যাবহারে এইরকম স্বাধীনতার কারণে জাপানী প্রোমোর ম্যাচগুলো দারূণ হয়। 

শুধু, টেকনিক্যাল বা হাই-ফ্লায়িংয়েই ক্ষান্ত হয়নি জাপানী রেসলিং স্টাইল! তারা হার্ডকোর রেসলিংয়েও পারদর্শী। হার্ডকোর রেসলিং এর জন্য আমেরিকান প্রোমো গুলোর মধ্যে যেমন CZW (Combat Zone Wrestling) প্রধান, ঠিক তেমনি জাপানী হার্ডকোর রেসলিংয়ের জন্য বিখ্যাত একটি প্রোমোশন এর নাম BJW(Big Japan Pro Wrestling)। এই প্রোমোশনে Deathmatch সহ আরোও ধরণের দুর্দান্ত হার্ডকোর ম্যাচ অনুষ্টিত হয়। 


তবে জাপানী প্রোমোশন এর মধ্যে দুই রাঘব প্রোমোশন হচ্ছে NJPW (New Japan Pro Wrestling) এবং AJPW (All Japan Pro Wrestling)। এখানে, NJPW হচ্ছে বিশ্বের ২য় বৃহত্তম প্রো-রেসলিং কোম্পানি এবং শুধু রেসলিং এর বিচারে এটিই সর্বশ্রেষ্ঠ কোম্পানি। এর Founder হচ্ছেন Antonio Inoki, যিনি নিজেই এই কোম্পানির ভিত প্রতিষ্টিত করেছিলেন। অপরদিকে, AJPW হচ্ছে জাপানী প্রোমো গুলোর মধ্যে ২য় স্থানে। এটির Founder ছিলেন Giant Baba,তবে ১৯৯৯ সালে তার মৃত্যুর পর থেকে কোম্পানিটি নিজস্ব পপুলারিটি হারায়। তখন, কোম্পানির দায়িত্ব পেয়েছিলেন প্রো-রেসলিং এর ইতিহাসে সর্বোচ্চ ২৬ টি 5★ রেটিংপ্রাপ্ত ম্যাচের অধিকারী Mitsuharu Misawa!! তবে, কোম্পানির ম্যানেজমেন্ট এর সাথে তার মনোমালিন্যতার কারণে তিনি AJPW ছেড়ে দেন এবং Pro Wrestling Noah নামক কোম্পানি প্রতিষ্টা করেন যেটির যাত্রা শুরু হয় ২০০২ সালে। 

বর্তমান WWE তে Shinsuke Nakamura, Asuka, Hideo Itami রা হচ্ছেন জাপানী প্রোমোশন এর নিজস্ব রেসলার। তাছাড়াও, জাপানী প্রোমোশন এর আরোও অনেক রেসলার রাই আমেরিকান ইন্ডি সার্কিট গুলোতে রেসলিং করে নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন। আবার, আমেরিকান প্রোমোশন এর রেসলাররাও জাপানী প্রোমো গুলোতে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছেন। এক্ষেত্রে, Chris Benoit, Vader, Chris Jericho, Brock Lesnar, Kurt Angle, Prince Devitt(যাকে আমরা বর্তমানে Finn Balor নামে চিনি) এবং AJ Styles এর নামই উল্লেখ্যযোগ্য ✌ তবে, জাপানী প্রোমো গুলোতে জাপানী রেসলার বহির্ভূত অন্য দেশীয় রেসলারদের "Gaijin" বলা হয়। 

♦ WWE বা TNA এর সঙ্গে জাপানি প্রো রেসলিং এর পার্থক্য ঃ

জাপানী রেসলিং প্রমোশনগুলো সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় - বিশ্বে একমাত্র জাপানী রেসলিং প্রমোশনগুলো ই বর্তমানে সত্যিকার "প্রো-রেসলিং" এর স্বকীয়তা বজায় রেখেছে। অপরদিকে TNA, WWE র দিকে যদি লক্ষ্য করা যায়, তাদের বায়োডাটার ইতিবৃত্ত যদি দেখেন তাহলে এটা স্পষ্টভাবে ই বোধগম্য এবং অনেকক্ষেত্রে তারা নিজেরাই বলে তাদের প্রমোশনগুলো হচ্ছে মূলত 'Entertaining' বা 'প্রচারকমূলক' প্রমোশন। ঊদাহরণ হিসেবে WWE প্রমোশনের ফুল মিনিংটা উল্লেখ করা যেতে পারে- WWE="World Wrestling 'Entertainment' "এ ধারার রেসলিং তথা মূলত 'রেসলিংভিত্তিক এন্টারটেইনিং' ই ওয়ার্ল্ড-ওয়াইড আম-মানুষের কাছে পরিচিত। (বাংলাদেশী বা ভারতীয় ফ্যানদের এর উৎকৃষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরা যেতে পারে, তবে কোর রেসলিং ফ্যানদের কথা আলাদা) তাই এটাকে বলা হয় 'Wrestling Business'এখন যাদের নূন্যতম ও এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, তাদের জানার কথা 'Business' বা 'ব্যবসা' র আভিধানিক অর্থ কি!তাই আর নাই বা বললাম। 

অপরপক্ষে আপনি যদি জাপানী প্রো-রেসলিং প্রমোগুলোর দিকে থাকান, বেশী গভীরে যাওয়ার দরকার নেই জাস্ট প্রমোশনসমূহের নামগুলো লক্ষ্য করুন--

NJPW= New Japan Pro-Wrestling
AJPW= All Japan Pro-Wrestling
PWN= Pro-Wrestling Noah

অর্থাৎ ইটস অল এবাউট নট অনলি 'Wrestling' বাট 'Pro-Wrestling'

তাই আপনি যদি এই প্রমোগুলোতে WWE, TNA র মতো 'Entertainment' খুঁজেন তাহলে আপনাকে নিরাশ হতে হবে। আপনি সেগুলাতে তা তেমন পাবেন না। তবে যদি সত্যিকার 'প্রো-রেসলিং' ফ্যান হয়ে থাকেন, 'প্রো-রেসলিং ব্যাসিক' এর ফ্যান হয়ে থাকেন, 'হার্ডকোর রেসলিং উইথ টেকনিক' দেখতে চান তাহলে আপনাকে নিরাশ হতে হবে না, আপনি তা অঢেলভাবেই পাবেন সেখানে। যা আপনি WWE র মতো এন্টারটেইনিং ব্যাসিস রেসলিং কোম্পানিতে কখনোই পাবেন না। কারণ তারা যা করে তা মূলত 'Business' আর জাপানীরা যা করে তা মূলত 'Wrestling' যা তাদের ঐতিহ্য, তাদের রক্তধারায় মিশ্রিতকরা। 

এখানেই ডিফারেন্স জাপানী রেসলিং প্রমোশনের সাথে WWE, TNA র মতো রেসলিং প্রমো র। একদিকে যে প্রমোগুলোতে গিমিক, এন্টারটেইনিং ব্যাসিস সো কল্ড রেসলিং কে প্রায়োরিটি দেয়া হয়, যোগ্যতা ছাড়াই কাউকে উপরে তুলা হয়, অপরদিকে তাদের বিপরীত এ প্রমোগুলোতে এন্টারটেইনমেন্ট কে পাশ কাটিয়ে, অলীক গিমিকের ভ্রম ছাড়িয়ে যোগ্যতাকে দেয়া হয় সর্বোচ্চ প্রায়োরিটি। WWE র মতো প্রমোশনগুলোর প্রচারকমূলক ক্যাপাসিটি, মিলিয়ন মিলিয়ন অর্থের[বাঙ্গালী টাকার মিলিয়ন না, আমি US Dollar এর মিলিয়ন বুঝাচ্ছি, হিসেবের অংকটা তাই একটু বেশী ই] ছড়াছড়ির ধারেকাছে না থাকলেও এরা বিশ্বের প্রতিটি সত্যিকার প্রো-রেসলিং ফ্যানদের মাঝে তাদের অবস্থান করে নিয়েছে, কেবল কিছু প্লাস্টিক সো কল্ড ফ্যান ছাড়া, যারা না বুঝে 'এন্টারটেইনমেন্ট' না বুঝে 'প্রো-রেসলিং' এর ব্যাসিক। যাদেরকে সেই সব কোর রেসলিং ফ্যানরা অতি আদর করে 'PG Kid' বলে সম্বোধন করে। 

♦ NJPW -এর ব্যাপারে কিছু অজানা তথ্য ঃ 


• NJPW এর পুরোনাম New Japan Pro Wrestling। এটা পুরো দুনিয়ার ২নাম্বার বৃহৎ রেসলিং কোম্পানি। এটির যাত্রা শুরু হয় ১৯৭২ সালে জাপানের রেসলিং লিজেন্ড Antonio Inoki এর হাত ধরে। তিনি এইটা তৈরি করার পরিকল্পনা করেন। এখন এই কোম্পানি জাপান এবং এশিয়ার সর্ববৃহৎ রেসলিং কোম্পানি এবং পুরো দুনিয়ায় ২য় বৃহত্তম রেসলিং কোম্পানি। 

• পুরো দুনিয়ার যে যে রেসলিং কোম্পানি এদের বেশিরভাগেই Women Division আছে। মূলত সব রেসলিং কোম্পানি Women Division রাখে খেলাকে আরো আকর্ষিত করার জন্য। কিন্তু অপরদিকে NJPW কোনো Women Division রাখে নি। তারা জাপানের টেলেন্টেড মহিলা রেসলার দের অন্য অন্য কোম্পানি তে ট্রান্সফার করে দেন। ২০০০ সালে NJPW তে মহিলা ডিভিশন ছিল। আর অই সালেই প্রো রেসলিং ইতিহাসের বেস্ট Women ম্যাচ গুলা হয়েছিল NJPW তে। 

• পুরো ওয়াল্ড এর বেশিরভাগ রেসলিং কোম্পানি তে রেসলিং এর পাশাপাশি এন্টারটেইন ও থাকে। তারা ফ্যানদের মজা দেওয়ার জন্য এই এন্টারটেইন এর আয়োজন করে থাকেন বাট অন্যদিকে NJPW তে কোনোরকম এন্টারটেইন নেই সেখানে আছে শুধু কঠিন কঠিন স্টাইল। আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে, তাদের স্টাইল কতো জটিল টাইপের। এমন কি তাদের ফিনিশার যেই মুভগুলা আছে সেগুলা খুব মারাত্মক। এগুলা ভুলভাবে প্রয়োগ করলে যেকোনো রেসলার এর ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তাও তারা এগুলার চিন্তা করে না। তাদের লক্ষ্যই হচ্ছে ৫★ অথবা জটিল জটিল ম্যাচ। এর জন্য যা দরকার তারা তা করে। 

• আপনারা WWE এর দিকে লক্ষ্য করলেই দেখবেন WWE তে প্রতি সপ্তাহে Raw & Sd হয়ে থাকে। এছাড়াও হয়ে থাকে নানা ধরনের লাইভ ইভেন্ট। কিন্তু NJPW তে সপ্তাহের কোনো নিদিষ্ট সময় নেই যে অইদিনেই তাদের সাপ্তাহিক পিপিভি (Raw&Sd এর মতো) হবে। তাদের কালচার একেবারেই অন্যরকম। তাদের প্রতিমাসে কয়েকটি Tour হয় এবং অই Tour এই তারা ম্যাচ খেলে। এই Tour গুলা কখনো কখনো মাসে একবারমাত্রও হয়। তাই সেখানে সপ্তাহের কোনো নিদিষ্ট শিডিউল নেই। 

• WWE অথবা অন্য অনেক রেসলিং কোম্পানি গুলাতে তাদের ফ্যান রা ম্যাচ চলাকালীন সময় নানারকম চ্যান্ট করে নানারকম চিল্লাচিল্লি করে। বাট NJPW তে কখনো এইরকম হয় না। সেখানে তাদের ফ্যানরা ম্যাচ চলাকালীন সময় কোনো চ্যান্ট করে না তারা চুপ করে খুব মনযোগ সহকারে ম্যাচ দেখে। 

• হ্যা, তাদের ম্যাচ গুলা কখনো ছোট হয়না। তারা সব সময় লং ম্যাচের স্কিপ্ট করে থাকেন এবং ম্যাচগুলা দেখতেও খুব অসাধারণ লাগে। আপনারা কিছুদিন আগের হয়ে যাওয়া Omega vs Okada ম্যাচ টা দেখলেই বুঝতে পারবেন তাদের ম্যাচ কিরকম হয়?অন্যদিকে WWE তে ১/২ মিনিটেরও ম্যাচ থাকে। যা খুব বোরিং লাগে। এছাড়া NJPW এর Low Card এর ম্যাচগুলাও ১০/১৫ মিনিট হয়ে থাকে। যেগুলা WWE এর Main Card ম্যাচের সময়ের সমান। 

• NJPW তে ম্যাচ চলাকালীন সময় কোনও রেসলার রিং এর বাইরে পরে গেলে ১০ বার কাউন্ট করেনা। তারা ২০ বার কাউন্ট করে থাকে। অপরদিকে অন্য সব রেসলিং কোম্পানি তে ১০ কাউন্ট করে। 

• WWE তে রেসলার দের ওজন ভিক্তিক ডিভিশন আছে। যেমন-ক্রুসারওয়াইট ডিভিশন। তেমনি NJPW তেও একটি ওজন ভিক্তিক ডিভিশন আছে। যার নাম:-Junior Heavyweight Division। সেই ডিভিশনে NJPW এর স্বল্প ওজনকারী রেসলার রা খেলে থাকে। তাদের জন্য আলাদা দুইটি চ্যাম্পিয়নশিপ ও আছে। একটি Junior Heavyweight Champions আরেকটি Junior Heavyweight Tag-Team Championship। কিন্তু এদের মধ্য মজার ব্যাপার হচ্ছে। সেই জুনিয়র ডিভিশন এর রেসলার রা Main Card এ আসার জন্য তাদের ওজন পাল্টিয়ে ফেলে। অর্থাৎ ওজন বাড়ায় অথবা কমায়। যা তাদের ক্যারিয়ার সফল করতে অনেক সহায়তা করে। 

• NJPW এর WWE এর সাথে কোনোরকম ভাল রিলেশন নেই। বাট তারা Roh & Cmll এর সাথে ভাল রিলেশন রেখেছে। আসলে NJPW এর ম্যানেজমেন্ট খুব চালাক। তারা Roh&Cmll এর সাথে ভাল রিলেশন রাখে সেখান থেকে ভাল টেলেন্ট NJPW তে আনার জন্য। যদিও তাদের কোম্পানিতে টেলেন্ট এর অভাব নেই। তারা Mexico এর CMLL থেকে অনেক রেসলার এনেছে বাট তাদের Mid Card এ রেখেছে। 

• NJPW তাদের মেইন টাইটেলকে খুব সম্মান করে। অর্থাৎ যথেষ্ট টেলেন্ট রেসলার ছাড়া কেউ NJPW মেজর টাইটেল জিততে পারেন না। এছাড়াও তাদের এই মেজর টাইটেল এর ম্যাচ্ গুলা হয় দুইজন টেলেন্টের রেসলার কে নিয়ে একজনকে নিয়ে নয়। কিন্তু WWE তে AJ Styles এর মতো টেলেন্টেড রেসলার এর সাথে James Ellsworth এর ম্যাচ ঠিক করে মেজর টাইটেল এর জন্য। কিন্তু NJPW টেলেন্ট রেসলার এবং তাদের মেইন টাইটেল কে খুব সম্মান করে। 

• পুরো বিশ্বের সব রেসলিং কোম্পানি তে একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচে নতুন কেউ বিজয়ী হলে তার অনেকগুলা রিম্যাচ দেয় অথবা ফিউড কে অনেক বড় করে। বাট NJPW তে টেনে টেনে ফিউড বড় করেনা। তারা চ্যাম্পিয়নশিপ ম্যাচে চ্যাম্পিয়ন তার টাইটেল হারালেও পরে তার রিম্যাচ দেয়না। সেখানে শুধুমাত্র একবারেই ম্যাচ হয়। অর্থাৎ যেই জিতুক বা হারুক। ম্যাচ একবারেই হবে। যা অনেকের কাছে ভাল লাগেনা। বাট আমার কাছে খুব ভালই লাগে। কেননা তারা এক ফিউড ৩/৪ মাস ধরে করেনা। 

অনেকেই NJPW এবং WWE এর সাথে তুলনা করে। তাদের বলছি WWE হল রেসলিং & এন্টারটেইন কোম্পানি আর অন্যদিকে NJPW হল শুধুমাত্র প্রো রেসলিং কোম্পানি। তাই এই দুই কোম্পানি পুরো ভিন্ন। এই কোম্পানিগুলার মধ্য তুলনা করা বোকামি ছাড়া কিছুই না। 

পরিশেষে, যদি আপনি পিউর প্রো-রেসলিং দেখতে চান, রেসলিং এর প্রকৃত স্বাদ পেতে চান তাহলে অবশ্যই জাপানী প্রোমো গুলোর রেসলিং দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে  😇
• লেখক ঃ Austin_Aamir , ইব্রাহীম খলিল, SENIOR_FM