আজকে একটু ভিন্ন অথচ জানা দরকার এমন টপিক নিয়ে আলোচনা করব। আমার দেখামতে কমিউনিটিতে সবাই প্রায় NJPW নিয়ে লিখে, আমিও লিখি, তবে আজ ভিন্ন কিছু লিখার ইচ্ছা হলো, আমেরিকা আর জাপানের পর মেক্সিকোই হয়ত আরেক ক্ষেত্র প্রো-রেস্লিং এর। পুরো বিশ্বে আমেরিকা,জাপান,কানাডা,অস্ট্রেলিয়া,মেক্সিকোর থেকে অনেক রেস্লার আসেন।

তাদের মধ্যে আবার আলাদা জৌলুশ লক্ষ্য করা যায়। এই যেমন আমেরিকান রেস্লাররা আকর্ষণীয় বডি আর গ্লেমের উপর থাকেন। জাপানীজরা সিক্স প্যাকওয়ালা না হলেও তাদের চুল,ড্রেস-আপ আর রেস্লিং কারিশমায় বুঝা যায় তারা জাপানীজ, কানাডিয়ানরা উজ্জ্বল বর্নের সাথে অসাধারন মাইক স্কিল,কারিশমা আর রিং এবিলিটি, আর মেক্সিকোর রেস্লারদের কিভাবে চিনবেন?? খুব সিম্পল, তারা লুচা লিব্রের নিয়মানুযায়ী মুখোশ বা মাস্ক পরিধান করে। এর পিছনেও তাদের একটা ঐতিহ্য কাজ করে, এছাড়াও আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে মেক্সিকোর রেস্লাররা বেশীরভাগ-ই লাইটওয়েট আর হাই ফ্লাইং। তারা বরাবরেই লাইটওয়েটদের গুরুত্ব দেন। আর এইজন্যেই আগে বলেছিলাম, আমেরিকান রেস্লিং বিজনেস পলিসির সাথে জাপানীজ কিংবা অন্য কোন প্রমোশনের বিজনেসের কোন মিল নেই। কেননা, আমেরিকানরা আজিবন-ই বিশালদেহীদের বেশী সমর্থন দিয়ে এসেছে। আজও দিয়ে যাচ্ছে, তবে এখন রেস্লিং বলতেই ভারী দেহর বিশালাকার দৈত্যদের বুঝায় না। এখন প্রো-রেস্লিং এ ট্যক্নিক্যাল এবিলিটি,রিং এবিলিটি,কারিশমা ইত্যাদি দিক দেখা হয় যার কারনে রেস্লিং এখন শুধু শরীর আর শক্তি দেখানোর খেলায় পড়ে না। 

যাইহোক, আমার মুল প্রসংগ ছিলো একটা, কিন্তু কথার মারপ্যাচে অনেক বড় করে ফেলেছি ভুমিকাটা, নিজ গুনে মাফ করবেন। 

• Lucha Libre :

Lucha Libre (লুচা লিব্রে) আভিধানিক ইংরেজী শব্দ হচ্ছে Free Style(ফ্রী স্টাইল) রেস্লিং বা মুক্ত রেস্লিং। 

এই মুক্ত রেস্লিংটি মুলত প্রচলিত হয়েছিলো অনেক আগে আর অলিম্পিক ইভেন্ট আমেচার রেস্লিং-ই মুলত ফ্রী স্টাইল রেস্লিং ছিলো।Ameture আমেচার রেস্লিংয়ে Greco Roman Wrestling (গ্রিক রোমান) নামের একটি রেস্লিং এর নিয়ম ছিলো, এখানে সেটা নেই। এই পার্থক্য লুচা লিব্রে আর আমেচার ফ্রী স্টাইল রেস্লিং এর। 

(উল্লেখ্যঃ Greco Roman or Flat hand Wrestling টি ইটালিতে আবির্ভাব হয়েছিলো, এবং একি সাথে এটি একটি প্রো-রেস্লিং স্টাইল,১৮৯৬ সালে অলিম্পিকে প্রথমবারের মত এটি উপর প্রতিযোগিতামুলক ইভেন্ট শুরু হয় এবং ১৯০৮ অব্দি বলবৎ থাকে। ২জন রেস্লার শুরু করবেন ম্যাচটি এবং ২,৩মিনিত স্থায়ী হয়। পিন ফলে হারানো যায় তবে ফ্রী-স্টাইল এট্যাক এখানে বৈধ না। সময় হলে আরেকদিন বিস্তারিত আলোচনা করব) 

মেক্সিকান রেস্লিং বললেই আমাদের চোখে ভাসে রঙবেরঙ এর মাস্ক পরিহিত রেস্লার। যারা সুপারম্যানের মত হাই ফ্লাইং মুভ ইউজ করে। মুলত মেক্সিকান রেস্লিং এর ব্যাসিক হলো এই দুটো, ১) মাস্ক ২) হাই ফ্লাইং এবিলিটি। তারা তাদের মাস্ক কেই রেস্লিং এ তাদের নিজস্ব সম্পদ মনে করে। এমনকি কিছু কিছু ম্যাচে স্টিপুলেশন জুড়ে দেওয়া হয় যে যেই হারবে তার মাস্ক খুলে ফেলতে হবে (Mask vs Mask Match) ।

তাহলে বুঝায় যাচ্ছে তারা মাস্ক কে কতটা প্রাইয়োরেটি দেয় তাদের রেস্লিং এ। আরেকটি দিক হলো, তাদের বেশীরভাগ রেস্লার-ই লাইটওয়েট। যার কারনে লুচার নিয়ম অনুযায়ী মাস্ক আর হাই ফ্লাইং ম্যানুয়েভর তাদের সাথে সহজেই খাপ-খাওয়াই। এছাড়াও তাদের ওইমেন্স সেকশনটাও অনেক ভালো, ওইমেন্সরাও মাস্ক পড়ে রেস্লিং করে।

লুচা লিব্রেতে আরেকটা দিক হচ্ছে তারা ট্যাগটিম স্পেশালিষ্ট দের প্রাইয়োরেটি দেয় ভালো, এছাড়াও তিনজন মিলে কোন টিম করলে তারা সেটাকে Trios নামে ডাকে। লুছা লিব্রের রেস্লারদের Luchadores (লুচাডোরাস) নামে সম্বোধন করা হয়। যেটা ইংরেজীতে রেস্লার নামেই সম্বোধন হয়।

• History of Lucha libre :

লিচা লিব্রে বা মেক্সিকান প্রো-রেস্লিং ১৮৬৩ সালে প্রথম মেক্সিকান রেস্লার Enrique Ugartechea সর্বপ্রথম Ameture and Greco Roman Wrestling (গ্রিকো রেস্লিং) থেকে আলাদা করে রুপ দান করে প্রতিষ্ঠা করেন।(কোম্পানী না, লুচা লিব্রে রেস্লিং প্রতিষ্ঠা বা আবিষ্কার করেন)

১৯০০ এর পর প্রো-রেস্লিং তখন আস্তে আস্তে মেক্সিকোতে প্রচলিত হচ্ছে এমন সময় ১৯৩৩ সালে Salvador Lutteroth প্রথম Empresa Mexicana de Lucha Libre(Mexican Wrestling Enterprise) প্রতিষ্ঠা করেন। এরপর মেক্সিকানরা অনেকেই প্রো-রেস্লিং এ ঝুকে পড়েন। তবে ১৯৫০ এর আগ পর্যন্ত বিষয়টি পুরো মেক্সিকোতে/ওয়াল্ডে ছড়ায় নি। এরপর পর টিভি টেলিকাস্ট করা হলে সবাই আলাদা অন্যরকমম একটি প্রো-রেস্লিং জেনরি আবিষ্কার করেন।

এর ভিতরকার একটি ঘটনা বলি, ১৯৪২ সালে El Santo(The saint) নামের Silver Masked রেস্লার প্রথম বারের মত অফিশিয়ালি দর্শকদের সামনে ৮জনের ব্যাটল রয়াল জিতেন। ম্যাচটির পর মেক্সিকো বাসীরর কাছে সে রীতিমত একটি আইডলে পরিনত হয়। একমাত্র লুচাডর রেস্লার হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে। সে পাচ যুগেরও বেশীসময় রেস্লিং এ যুক্ত ছিলো। মুলত সেই ছিলো প্রথম মেক্সিকান লুচাডোর নায়ক। এরপর আরো একজন লিজেন্ডের নাম এসে যায় যাকে ছাড়াও মেক্সিকান রেস্লিং এতোদুর পৌছাতে পারত না। Gory Guerrero হচ্ছেন আরেক কিংবদন্তি যিনি বিভিন্ন মুভ আর সাবমিশন হোলদ আবিষ্কার করেন আর সেগুলো ডেভলোপ করেন। তার অন্যতম ফিউড/রাইভল ছিলো আরেক মেক্সিকান লিজেন্ড Mil Máscaras যাকে Man of thousand mask নামে উপাধি দেওয়া হয়েছিল। Mil Máscaras একমাত্র ব্যাক্তি যিনি লুচা লিব্রেতে হাই ফ্লাইং রেস্লিং মুভস গুলো ডেভ্লোপ আর জনপ্রিয় করেন।


• Style of Lucha llibre Wrestling :

লুচা লিব্রের রেস্লিং স্টাইলটি অন্যতম জনপ্রিয় স্টাইল যা মুলত ফ্রী হ্যান্ড/আমেচার হাই ফ্লাইং রেস্লিং এর সম্মিলিত রুপ। লুচাডোরাস বার লুচা লিব্রের রেস্লাররা হার্ড স্ট্রাইক্স আর ট্যক্নিক্যালি হাই ফ্লাইং এবিলিটির জন্য বিখ্যাত। এছাড়াও তাদের সাবমিশন হোলগুলোতেও রয়েছে বৈচিত্র‍্য।

আগেই বলেছি মেক্সিকানরা লাইটওয়েটদের বেশী প্রাধান্য দিয়ে থাকে তাদের ব্যাসিক ১)মাস্ক ২) হাই ফ্লাইং এর জন্য। তাই লাইটওয়েটদের কোন স্বর্গক্ষত্র যদি মানা হয় তবে সেটা নিঃসন্দেহে লুচা লিব্রে। তারা মুলত এরিয়েল ম্যানুয়েভর+হাই ফ্লাইং+সাবিমিশন গ্রেপল ইত্যাদি দিয়ে রিং-এ পারফম করে।আরেকটা উল্লেখ যোগ্য দিক হচ্ছে Graduation System জাপানীজদের মতো(Mixed Martial Arts এও আছে) তারাও গ্রেডুয়েশন সিস্টেম বা শ্রেনীবিভাগ অনুযায়ী রেস্লারদের বিভিন্ন শ্রেনী/সেকশনে অন্তরভুক্ত করে। এরপর নিজেদের ঝালিয়ে আস্তে আস্তে তারা তাদের ওয়েটক্লাস পাশ করে।

আগেই উল্লেখ করেছি তারা তাদের ট্যাগটিম স্পেশালিষ্টদের জন্য আলাদা কিছি ম্যাচ আর স্টিপুলেশন যুক্ত করে। যার মধ্যে একটি হলো Trios Match এই ম্যাচের নিয়ম হচ্ছে, একটি ট্যাগটিমের তিনজন মেম্বার থাকবে, তাদের মধ্যে একজন ক্যাপ্টেইন নির্বাচিত হবে। ম্যাচ শুরু করবে। অন্যদলের ক্যাপ্টিনকে বা বাকী দুই মেম্বারকে পিন করলেই ম্যাচ জিতা যায়। এছাড়াও কোন অনিয়মে রেফারি পানিশমেন্ট দিতে পারবেন। আর এগ্রেসিভ বিবেচনা করে রেফারি দুই দলে যেকোন একটিকে জয়ি ঘোষনা করতে পারবেন। ম্যাচে যদি কোন দলের একজন নক-আউট হয় তবে অন্যজন এন্টার করে ম্যাচ চালিয়ে যেতে পারবে। 

এছাড়াও Two Tag and Four on Four ম্যাচ প্রচলিত আছে।


• Promotion's using Libre Rules :

Australia, Mexico, Colombia, UK, USA তে অনেক লুচা লিব্রে প্রমোশন আছে। নিচে দেওয়া হলো-

Australia 
Lucha Fantastica

Colombia 
Society Action Wrestling (SAW)

Mexico
Consejo Mundial de Lucha Libre (CMLL)
Lucha Libre AAA World Wide (AAA)
International Wrestling Revolution Group (IWRG)
Universal Wrestling Association (defunct)
World Wrestling Association (Promociones Mora)

Japan
Michinoku Pro Wrestling
Osaka Pro Wrestling
Toryumon / Dragon Gate
Universal Lucha Libre (defunct)
United Kingdom 
Lucha Britannia
Lucha Libre World

United States
Chikara
Incredibly Strange Wrestling
Invasion Mundial de Lucha Libre
Lucha Libre USA
Lucha VaVOOM
Lucha Underground
Puerto Rico

World Wrestling Council (WWC)
International Wrestling Association (IWA) (defunct)
World Wrestling League (WWL)

আজ এই পর্যন্তই, পরেরবার লুচা লিব্রের ফ্যাক্টগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।

• লেখক ঃ Mohammad Shagor Islam

ম্যাক্সিকান প্রো রেসলিং তথা Lucha Libre


আজকে একটু ভিন্ন অথচ জানা দরকার এমন টপিক নিয়ে আলোচনা করব। আমার দেখামতে কমিউনিটিতে সবাই প্রায় NJPW নিয়ে লিখে, আমিও লিখি, তবে আজ ভিন্ন কিছু লিখার ইচ্ছা হলো, আমেরিকা আর জাপানের পর মেক্সিকোই হয়ত আরেক ক্ষেত্র প্রো-রেস্লিং এর। পুরো বিশ্বে আমেরিকা,জাপান,কানাডা,অস্ট্রেলিয়া,মেক্সিকোর থেকে অনেক রেস্লার আসেন।

তাদের মধ্যে আবার আলাদা জৌলুশ লক্ষ্য করা যায়। এই যেমন আমেরিকান রেস্লাররা আকর্ষণীয় বডি আর গ্লেমের উপর থাকেন। জাপানীজরা সিক্স প্যাকওয়ালা না হলেও তাদের চুল,ড্রেস-আপ আর রেস্লিং কারিশমায় বুঝা যায় তারা জাপানীজ, কানাডিয়ানরা উজ্জ্বল বর্নের সাথে অসাধারন মাইক স্কিল,কারিশমা আর রিং এবিলিটি, আর মেক্সিকোর রেস্লারদের কিভাবে চিনবেন?? খুব সিম্পল, তারা লুচা লিব্রের নিয়মানুযায়ী মুখোশ বা মাস্ক পরিধান করে। এর পিছনেও তাদের একটা ঐতিহ্য কাজ করে, এছাড়াও আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে মেক্সিকোর রেস্লাররা বেশীরভাগ-ই লাইটওয়েট আর হাই ফ্লাইং। তারা বরাবরেই লাইটওয়েটদের গুরুত্ব দেন। আর এইজন্যেই আগে বলেছিলাম, আমেরিকান রেস্লিং বিজনেস পলিসির সাথে জাপানীজ কিংবা অন্য কোন প্রমোশনের বিজনেসের কোন মিল নেই। কেননা, আমেরিকানরা আজিবন-ই বিশালদেহীদের বেশী সমর্থন দিয়ে এসেছে। আজও দিয়ে যাচ্ছে, তবে এখন রেস্লিং বলতেই ভারী দেহর বিশালাকার দৈত্যদের বুঝায় না। এখন প্রো-রেস্লিং এ ট্যক্নিক্যাল এবিলিটি,রিং এবিলিটি,কারিশমা ইত্যাদি দিক দেখা হয় যার কারনে রেস্লিং এখন শুধু শরীর আর শক্তি দেখানোর খেলায় পড়ে না। 

যাইহোক, আমার মুল প্রসংগ ছিলো একটা, কিন্তু কথার মারপ্যাচে অনেক বড় করে ফেলেছি ভুমিকাটা, নিজ গুনে মাফ করবেন। 

• Lucha Libre :

Lucha Libre (লুচা লিব্রে) আভিধানিক ইংরেজী শব্দ হচ্ছে Free Style(ফ্রী স্টাইল) রেস্লিং বা মুক্ত রেস্লিং। 

এই মুক্ত রেস্লিংটি মুলত প্রচলিত হয়েছিলো অনেক আগে আর অলিম্পিক ইভেন্ট আমেচার রেস্লিং-ই মুলত ফ্রী স্টাইল রেস্লিং ছিলো।Ameture আমেচার রেস্লিংয়ে Greco Roman Wrestling (গ্রিক রোমান) নামের একটি রেস্লিং এর নিয়ম ছিলো, এখানে সেটা নেই। এই পার্থক্য লুচা লিব্রে আর আমেচার ফ্রী স্টাইল রেস্লিং এর। 

(উল্লেখ্যঃ Greco Roman or Flat hand Wrestling টি ইটালিতে আবির্ভাব হয়েছিলো, এবং একি সাথে এটি একটি প্রো-রেস্লিং স্টাইল,১৮৯৬ সালে অলিম্পিকে প্রথমবারের মত এটি উপর প্রতিযোগিতামুলক ইভেন্ট শুরু হয় এবং ১৯০৮ অব্দি বলবৎ থাকে। ২জন রেস্লার শুরু করবেন ম্যাচটি এবং ২,৩মিনিত স্থায়ী হয়। পিন ফলে হারানো যায় তবে ফ্রী-স্টাইল এট্যাক এখানে বৈধ না। সময় হলে আরেকদিন বিস্তারিত আলোচনা করব) 

মেক্সিকান রেস্লিং বললেই আমাদের চোখে ভাসে রঙবেরঙ এর মাস্ক পরিহিত রেস্লার। যারা সুপারম্যানের মত হাই ফ্লাইং মুভ ইউজ করে। মুলত মেক্সিকান রেস্লিং এর ব্যাসিক হলো এই দুটো, ১) মাস্ক ২) হাই ফ্লাইং এবিলিটি। তারা তাদের মাস্ক কেই রেস্লিং এ তাদের নিজস্ব সম্পদ মনে করে। এমনকি কিছু কিছু ম্যাচে স্টিপুলেশন জুড়ে দেওয়া হয় যে যেই হারবে তার মাস্ক খুলে ফেলতে হবে (Mask vs Mask Match) ।

তাহলে বুঝায় যাচ্ছে তারা মাস্ক কে কতটা প্রাইয়োরেটি দেয় তাদের রেস্লিং এ। আরেকটি দিক হলো, তাদের বেশীরভাগ রেস্লার-ই লাইটওয়েট। যার কারনে লুচার নিয়ম অনুযায়ী মাস্ক আর হাই ফ্লাইং ম্যানুয়েভর তাদের সাথে সহজেই খাপ-খাওয়াই। এছাড়াও তাদের ওইমেন্স সেকশনটাও অনেক ভালো, ওইমেন্সরাও মাস্ক পড়ে রেস্লিং করে।

লুচা লিব্রেতে আরেকটা দিক হচ্ছে তারা ট্যাগটিম স্পেশালিষ্ট দের প্রাইয়োরেটি দেয় ভালো, এছাড়াও তিনজন মিলে কোন টিম করলে তারা সেটাকে Trios নামে ডাকে। লুছা লিব্রের রেস্লারদের Luchadores (লুচাডোরাস) নামে সম্বোধন করা হয়। যেটা ইংরেজীতে রেস্লার নামেই সম্বোধন হয়।

• History of Lucha libre :

লিচা লিব্রে বা মেক্সিকান প্রো-রেস্লিং ১৮৬৩ সালে প্রথম মেক্সিকান রেস্লার Enrique Ugartechea সর্বপ্রথম Ameture and Greco Roman Wrestling (গ্রিকো রেস্লিং) থেকে আলাদা করে রুপ দান করে প্রতিষ্ঠা করেন।(কোম্পানী না, লুচা লিব্রে রেস্লিং প্রতিষ্ঠা বা আবিষ্কার করেন)

১৯০০ এর পর প্রো-রেস্লিং তখন আস্তে আস্তে মেক্সিকোতে প্রচলিত হচ্ছে এমন সময় ১৯৩৩ সালে Salvador Lutteroth প্রথম Empresa Mexicana de Lucha Libre(Mexican Wrestling Enterprise) প্রতিষ্ঠা করেন। এরপর মেক্সিকানরা অনেকেই প্রো-রেস্লিং এ ঝুকে পড়েন। তবে ১৯৫০ এর আগ পর্যন্ত বিষয়টি পুরো মেক্সিকোতে/ওয়াল্ডে ছড়ায় নি। এরপর পর টিভি টেলিকাস্ট করা হলে সবাই আলাদা অন্যরকমম একটি প্রো-রেস্লিং জেনরি আবিষ্কার করেন।

এর ভিতরকার একটি ঘটনা বলি, ১৯৪২ সালে El Santo(The saint) নামের Silver Masked রেস্লার প্রথম বারের মত অফিশিয়ালি দর্শকদের সামনে ৮জনের ব্যাটল রয়াল জিতেন। ম্যাচটির পর মেক্সিকো বাসীরর কাছে সে রীতিমত একটি আইডলে পরিনত হয়। একমাত্র লুচাডর রেস্লার হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে। সে পাচ যুগেরও বেশীসময় রেস্লিং এ যুক্ত ছিলো। মুলত সেই ছিলো প্রথম মেক্সিকান লুচাডোর নায়ক। এরপর আরো একজন লিজেন্ডের নাম এসে যায় যাকে ছাড়াও মেক্সিকান রেস্লিং এতোদুর পৌছাতে পারত না। Gory Guerrero হচ্ছেন আরেক কিংবদন্তি যিনি বিভিন্ন মুভ আর সাবমিশন হোলদ আবিষ্কার করেন আর সেগুলো ডেভলোপ করেন। তার অন্যতম ফিউড/রাইভল ছিলো আরেক মেক্সিকান লিজেন্ড Mil Máscaras যাকে Man of thousand mask নামে উপাধি দেওয়া হয়েছিল। Mil Máscaras একমাত্র ব্যাক্তি যিনি লুচা লিব্রেতে হাই ফ্লাইং রেস্লিং মুভস গুলো ডেভ্লোপ আর জনপ্রিয় করেন।


• Style of Lucha llibre Wrestling :

লুচা লিব্রের রেস্লিং স্টাইলটি অন্যতম জনপ্রিয় স্টাইল যা মুলত ফ্রী হ্যান্ড/আমেচার হাই ফ্লাইং রেস্লিং এর সম্মিলিত রুপ। লুচাডোরাস বার লুচা লিব্রের রেস্লাররা হার্ড স্ট্রাইক্স আর ট্যক্নিক্যালি হাই ফ্লাইং এবিলিটির জন্য বিখ্যাত। এছাড়াও তাদের সাবমিশন হোলগুলোতেও রয়েছে বৈচিত্র‍্য।

আগেই বলেছি মেক্সিকানরা লাইটওয়েটদের বেশী প্রাধান্য দিয়ে থাকে তাদের ব্যাসিক ১)মাস্ক ২) হাই ফ্লাইং এর জন্য। তাই লাইটওয়েটদের কোন স্বর্গক্ষত্র যদি মানা হয় তবে সেটা নিঃসন্দেহে লুচা লিব্রে। তারা মুলত এরিয়েল ম্যানুয়েভর+হাই ফ্লাইং+সাবিমিশন গ্রেপল ইত্যাদি দিয়ে রিং-এ পারফম করে।আরেকটা উল্লেখ যোগ্য দিক হচ্ছে Graduation System জাপানীজদের মতো(Mixed Martial Arts এও আছে) তারাও গ্রেডুয়েশন সিস্টেম বা শ্রেনীবিভাগ অনুযায়ী রেস্লারদের বিভিন্ন শ্রেনী/সেকশনে অন্তরভুক্ত করে। এরপর নিজেদের ঝালিয়ে আস্তে আস্তে তারা তাদের ওয়েটক্লাস পাশ করে।

আগেই উল্লেখ করেছি তারা তাদের ট্যাগটিম স্পেশালিষ্টদের জন্য আলাদা কিছি ম্যাচ আর স্টিপুলেশন যুক্ত করে। যার মধ্যে একটি হলো Trios Match এই ম্যাচের নিয়ম হচ্ছে, একটি ট্যাগটিমের তিনজন মেম্বার থাকবে, তাদের মধ্যে একজন ক্যাপ্টেইন নির্বাচিত হবে। ম্যাচ শুরু করবে। অন্যদলের ক্যাপ্টিনকে বা বাকী দুই মেম্বারকে পিন করলেই ম্যাচ জিতা যায়। এছাড়াও কোন অনিয়মে রেফারি পানিশমেন্ট দিতে পারবেন। আর এগ্রেসিভ বিবেচনা করে রেফারি দুই দলে যেকোন একটিকে জয়ি ঘোষনা করতে পারবেন। ম্যাচে যদি কোন দলের একজন নক-আউট হয় তবে অন্যজন এন্টার করে ম্যাচ চালিয়ে যেতে পারবে। 

এছাড়াও Two Tag and Four on Four ম্যাচ প্রচলিত আছে।


• Promotion's using Libre Rules :

Australia, Mexico, Colombia, UK, USA তে অনেক লুচা লিব্রে প্রমোশন আছে। নিচে দেওয়া হলো-

Australia 
Lucha Fantastica

Colombia 
Society Action Wrestling (SAW)

Mexico
Consejo Mundial de Lucha Libre (CMLL)
Lucha Libre AAA World Wide (AAA)
International Wrestling Revolution Group (IWRG)
Universal Wrestling Association (defunct)
World Wrestling Association (Promociones Mora)

Japan
Michinoku Pro Wrestling
Osaka Pro Wrestling
Toryumon / Dragon Gate
Universal Lucha Libre (defunct)
United Kingdom 
Lucha Britannia
Lucha Libre World

United States
Chikara
Incredibly Strange Wrestling
Invasion Mundial de Lucha Libre
Lucha Libre USA
Lucha VaVOOM
Lucha Underground
Puerto Rico

World Wrestling Council (WWC)
International Wrestling Association (IWA) (defunct)
World Wrestling League (WWL)

আজ এই পর্যন্তই, পরেরবার লুচা লিব্রের ফ্যাক্টগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।

• লেখক ঃ Mohammad Shagor Islam