কিছুক্ষণ আগেই শেষ হলো NJPW এর বছরের সবথেকে বড় PPV, Wrestling Kingdom এর ১২তম আসর। জানুয়ারি ৪, ২০১৮ Tokyo Dome, Tokyo, Japan এ অনুষ্ঠিত এই শোতে 34,995 জন উপস্থিত ছিল। এটিকে NJPW এর Wrestlemania ভার্সন বলা হয়। আর কেনো বলা সেটা বোঝা যায় এর ম্যাচকার্ড আর গ্রাফিক্স দেখলেই। তো যাইহোক, এ বছরের এই ইভেন্টটির রেজাল্টসগুলো দেখে নেয়া যাক,

• PreShow :


ইভেন্টটির প্রি শো ছিলো একটি ব্যাটেল রয়েল ম্যাচ যেখানে সর্বশেষ Chesseburger কে এলিমিনেট করার মাধ্যমে জয় তুলে নেন Masahito Kakihara। ম্যাচ শেষে Kakihara একটি প্রোমো কাট করেন।


• MainShow :


♦ Young Bucks (Matt & Nick Jackson) vs 3K (SHO & YOH) ©

[For The IWGP Junior Heavyweight Tag Team Championship]

ম্যাচটিতে Nick, YOH এর ওপর sharpshooter প্রেস করে ট্যাপ আউটের মাধ্যমে দলের পক্ষে জয় তুলে নেন। ম্যাচটা ভালো হয়েছে, দারুণ কিছু মুভের দেখা মিলেছে। যেমন বলতে গেলে Moonsault, বেশ কিছু Superkick, Suplex ইত্যাদি। ম্যাচের শেষ পর্যায়ে Yoh কে Nick হিট করে Meltzer Driver এবং শেষে Sharpshooter লক করে Submission এর মাধ্যমে ম্যাচ জিতে এবং ৭ম বারের মত IWGP Jr Heavyweight Tag Team Champion হয় The Young Bucks

আর এর ফলে Young Bucks হয়ে যায় নতুন IWGP Junior Heavyweight Tag Team Champions

♠ Winner - The Young Bucks via Submission
• Time & Rating : 19:00 min [3.75★]


♦ Bullet Club (Bad Luck Fale, Tama Tonga, & Tanga Loa) ©
[VS]
Chaos (Beretta, Tomohiro Ishii, & Toru Yano)
[VS]
Michael Elgin & War Machine (Hanson & Ray Rowe) 
[VS]
Suzukigun (Taichi, Takashi Iizuka, & Zack Sabre, Jr)
[VS]
Taguchi Japan (Juice Robinson, Ryusuke Taguchi, & Togi Makabe) 

[NEVER Openweight 6Man Tag Team Championship Gauntlet Match]

এই ম্যাচটি ছিলো একটি গান্টলেট ম্যাচ। যেখানে Team Chaos সর্বশেষ The Bullet Club কে হারিয়ে হয়ে যায় নতুন NEVER Openweight 6Man Tag Team Champions

ম্যাচটা মোটামুটি হয়েছে। ম্যাচের শেষে Tama Tonga কে Toru হিট করে Dude Buster এবং Pinfall এর মাধ্যমে ম্যাচ জিতে নতুবা চ্যাম্পিয়ন হয় Chaos

♠ Winner - Chaos via Pinfall
• Time & Rating : 21:57 min [2.75★]


♦ Kota Ibushi vs Cody Rhodes

ম্যাচটিতে Kota Ibushi অসাধারণ একটি Phoenix Splash হিট করে পিন করে হারান Cody Rhodes কে।

এ ম্যাচটি অসাধারণ হয়েছে। Cody এর এখন পর্যন্ত সেরা ম্যাচ। ম্যাচে দারুন কিছু মুহূর্ত এর দেখা মিলে। ম্যাচের শেষে Cody মিস করে Disaster Kick এবং Ibushi সুযোগে হিট করে Straightjacket German কিন্তু ভালো একটি Near Fall. পরে Ibushi হিট করে Knee Strike এবং Phoenix Splash হিট করে Pinfall এর মাধ্যমে জয়ী হয় Kota Ibushi

♠ Winner - Kota Ibushi via Pinfall
• Time & Rating : 16:07 min [4★]


♦ Los Ingobernables de Japon (EVIL & SANADA) [VS] Killer Elite Squad (Davey Boy Smith, Jr। & Lance Archer) ©

[IWGP Tag Team Championship match]


এই ম্যাচে SANADA একটি দেখারমতো moonsault হিট করে পিন করেন Smith কে। ফলে Killer Elite Squad কে হারিয়ে নতুন IWGP Tag Team Champions হয়ে যান EVIL এবং SANADA

এ ম্যাচটিও ভালো হয়েছে। ম্যাচে ভালো কিছু মুভ দেখা গেছে। ম্যাচের শেষ পর্যায়ে LIJ হিট করে Smith কে Magic Killer. তারপর Sanada হিট করে Moonsault এবং Pinfall এর মাধ্যমে নতুন চ্যাম্পিয়ন হয় Los Ingobernables de Japan .

♠ Winner - Los Ingobernables de Japan via Pinfall
• Time & Rating : 14:00 min [3★]


♦ Hirooki Goto vs Minoru Suzuki ©

[NEVER Openweight Championship, Hair বনাম, Hair Match]

ম্যাচে Hirooki, Suzuki কে GTR হিট করার মাধ্যমে জয় তুলে নেন আর হয়ে যান নতুন NEVER Openweight Champion। আর এর ফলে ম্যাচের স্টিপুলেশন অনুযায়ী Suzuki এর চুল ছেটে দেয়া হয়!

ম্যাচটি ভালো হয়েছে। ম্যাচের শেষে Suzuki কে বেশ কয়েকটি GTR হিট করে Pinfall এর মাধ্যমে জয়ী এবং নতুন চ্যাম্পিয়ন হয় Hirooki Goto

♠ Winner - Hirooki Goto via Pinfall
• Time & Rating : 18:06 min [3.25★]


♦ Will Ospreay vs Hiromu Takahashi vs KUSHIDA vs Marty Scurll ©

[IWGP Junior Heavyweight Championship match]

ম্যাচে জয় পান Will Ospreay আর হয়ে যান নতুন IWGP Junior Heavyweight Champion

অসাধারণ ম্যাচ হয়েছে। Too Good. ম্যাচে ভালোই ডমিনেট করে Will Osprey. অনেক ভালো মুভ দেখা যায়। ম্যাচের শেষে Marty তার ছাতা দিয়ে সবাইকে মারে। তখন মারতে যাবে Osprey কে, তখন সে কাউন্টার করে Spanish Fly হিট করে এবং শেষে তার ফিনিশার Oscutter হিট করে Pinfall এর মাধ্যমে জয়ী হয়ে নতুন চ্যাম্পিয়ন হয় Will Osprey

♠ Winner - Will Osprey via Pinfall
• Time & Rating : 18:00 min [4.50★]


♦ Hiroshi Tanahashi © vs “Switchblade” Jay White 

[IWGP Intercontinental Championship match]

এতক্ষন পর্যন্ত সবগুলো ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নসরা হারতেছিলো কিন্তু এই ম্যাচে তার উল্টোটা ঘটলো! ম্যাচে Jay কে পিন করে হারিয়ে ইভেন্টে প্রথমবারের মতো টাইটেল রিটেন করেন Hiroshi Tanahashi

এ ম্যাচটি আশানুরূপ ভালো হয়নি। ম্যাচে আরও অনেক কিছু করা যেত। Tanahashi হিট করে Suplex ও Bridge কিন্তু কিক আউট করে White. পরে শেষে High Fly Flow হিট করে Pinfall এর মাধ্যমে সফল ভাবে টাইটেল রিটেইন করে Hiroshi Tanahashi

♠ Winner - Hiroshi Tanahashi via Pinfall
• Time & Rating : 19:45 min [3★]


♦ Chris Jericho বনাম, Kenny Omega ©

[IWGP United States Heavyweight Championship No Disqualification Match]

সম্ভবত এই ম্যাচটাই ছিলো সবথেকে awaiting ম্যাচ! এই ম্যাচটিকে ঘিরে কোনো রেসলিং ফ্যানেরেই আগ্রহের কমতি ছিলো না। তাদের ফিউড বিল্ড আপ আর ম্যাচ স্টিপুলেশন এই ম্যাচটিকে করে তুলেছিলো মাস্ট ওয়াচ ম্যাচ! ম্যাচটি হয়েছেও ঠিক তেমন। অসাধারণ একটি ম্যাচ শেষে, শেষ হাসিটা হাসলেন Kenny Omega!

Jericho কে স্টিল চেয়ারের ওপর OneWinged Angel হিট করার পর পিন করে ম্যাচ জিতে যান Kenny Omega

এই ম্যাচের জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি আমরা। ম্যাচ দারুণ হয়েছে Stipulation দেওয়ায় আরো ভালো হয়েছে। হ্যা, অনেকের খারাপ লাগতে পারে কারণ Jericho কে তেমন মুভ ব্যবহার করতে দেওয়া হয়নি। তারপরও ম্যাচটির আকর্ষণ অনেক বেশি বিরাজ করে। Chris Jericho বেশ কয়েক বার Omega এর মাথা Steel Chair এর আঘাত করায়। এক পর্যায়ে Omega এর মাথা থেকে রক্ত বের হয়ে যায়। BUSTED OPEN!! Jericho তারপর HBK Style এ রশির উপর পোজ দেয়। Omega তারপর বেশ কয়েকটি Knee Strike হিট করে। পরে টেবিল ভেঙে পরে Jericho. তারপর Kenny হিট করে V Trigger. বেশ ভালো বুকিং হয়েছে। এই বয়সে Jericho কি দেখালো!!! শেষে Jericho এর উপর একটি চেয়ার রেখে তার উপরে হিট করে One Winged Angel এবং Pinfall এর মাধ্যমে টাইটেল ডিফেন্ড করে Cleaner' Kenny Omega

♠ Winner - Kenny Omega via Pinfall
• Time & Rating : 35:15 min [4.50★]


• Main Event :


♦ Kazuchika Okada © বনাম, Tetsuya Naito

[IWGP Heavyweight Championship match]

এটিই ছিলো এবারের Wrstling Kingdom এর মেইন ইভেন্ট। ম্যাচটি ছিলো এক কথায় অস্থির! যদি ম্যাচটিকে 55★ ও দেয়া হয় তবেও আমি শকড হবো না! ম্যাচে Naito কে Rainmaker হিট করে জয় তুলে নেন Kazuchika Okada আর রিটেইন করেন তার টাইটেল।

What a F***ing Match. Okada আবারও দেখালো কেন সে সেরা!! পরপর ৩য় বারের Wrestle Kingdom এর মেইন ইভেন্ট করছে Kazuchika Okada. ম্যাচে Naito সেই প্রতিভা দেখালো। ম্যাচ এ অনেক মুভ দেখা গেছে। ম্যাচের শেষে Naito কে ২য় রোপ থেকে Jumping Tombstone হিট করে Okada এবং শেষে তার ফিনিশার RAINMAKER!!! হিট করে Pinfall এর মাধ্যমে সফল ভাবে টাইটেল ডিফেন্ড করে Kazuchika Okada

♠ Winner - Kazuchika Okada via Pinfall
• Time & Rating : 36:30 min [5★!!!!]
•• Overall - 8.5/10

এই ছিলো এবারের #Wrewtling_Kingdom এর ফলাফল। একটা বিষয় হয়তো অনেককেই বিভ্রান্ত করেছে আর তা হলো রেসলারদের নাম! 

হ্যা রেসলারদের নামগুলো খুবই আনকমন, কিন্তু রেসলারদের বেশির ভাগ জাপানি বা ওই অঞ্চলীয় হবার কারণে তাদের এমন আনকমন নাম। তাদের এমন নামের কারণে হয়তো পোস্টটি একটু odd হয়ে গেছে! but never mind আমি যথাযত চেষ্টা করেছি পোস্টটিকে পরিষ্কারভাবে তুলে ধরতে। 😊

বিদ্রঃ (©) এই চিহ্নটি ধারা যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদেরকে বোঝানো হয়েছে।
• লেখক ঃ ‎Anik Siddique‎ , Fahim Fam।

NJPW রেসলিং কিংডম ১২ রেজাল্ট, ০৫/০১/২০১৮


কিছুক্ষণ আগেই শেষ হলো NJPW এর বছরের সবথেকে বড় PPV, Wrestling Kingdom এর ১২তম আসর। জানুয়ারি ৪, ২০১৮ Tokyo Dome, Tokyo, Japan এ অনুষ্ঠিত এই শোতে 34,995 জন উপস্থিত ছিল। এটিকে NJPW এর Wrestlemania ভার্সন বলা হয়। আর কেনো বলা সেটা বোঝা যায় এর ম্যাচকার্ড আর গ্রাফিক্স দেখলেই। তো যাইহোক, এ বছরের এই ইভেন্টটির রেজাল্টসগুলো দেখে নেয়া যাক,

• PreShow :


ইভেন্টটির প্রি শো ছিলো একটি ব্যাটেল রয়েল ম্যাচ যেখানে সর্বশেষ Chesseburger কে এলিমিনেট করার মাধ্যমে জয় তুলে নেন Masahito Kakihara। ম্যাচ শেষে Kakihara একটি প্রোমো কাট করেন।


• MainShow :


♦ Young Bucks (Matt & Nick Jackson) vs 3K (SHO & YOH) ©

[For The IWGP Junior Heavyweight Tag Team Championship]

ম্যাচটিতে Nick, YOH এর ওপর sharpshooter প্রেস করে ট্যাপ আউটের মাধ্যমে দলের পক্ষে জয় তুলে নেন। ম্যাচটা ভালো হয়েছে, দারুণ কিছু মুভের দেখা মিলেছে। যেমন বলতে গেলে Moonsault, বেশ কিছু Superkick, Suplex ইত্যাদি। ম্যাচের শেষ পর্যায়ে Yoh কে Nick হিট করে Meltzer Driver এবং শেষে Sharpshooter লক করে Submission এর মাধ্যমে ম্যাচ জিতে এবং ৭ম বারের মত IWGP Jr Heavyweight Tag Team Champion হয় The Young Bucks

আর এর ফলে Young Bucks হয়ে যায় নতুন IWGP Junior Heavyweight Tag Team Champions

♠ Winner - The Young Bucks via Submission
• Time & Rating : 19:00 min [3.75★]


♦ Bullet Club (Bad Luck Fale, Tama Tonga, & Tanga Loa) ©
[VS]
Chaos (Beretta, Tomohiro Ishii, & Toru Yano)
[VS]
Michael Elgin & War Machine (Hanson & Ray Rowe) 
[VS]
Suzukigun (Taichi, Takashi Iizuka, & Zack Sabre, Jr)
[VS]
Taguchi Japan (Juice Robinson, Ryusuke Taguchi, & Togi Makabe) 

[NEVER Openweight 6Man Tag Team Championship Gauntlet Match]

এই ম্যাচটি ছিলো একটি গান্টলেট ম্যাচ। যেখানে Team Chaos সর্বশেষ The Bullet Club কে হারিয়ে হয়ে যায় নতুন NEVER Openweight 6Man Tag Team Champions

ম্যাচটা মোটামুটি হয়েছে। ম্যাচের শেষে Tama Tonga কে Toru হিট করে Dude Buster এবং Pinfall এর মাধ্যমে ম্যাচ জিতে নতুবা চ্যাম্পিয়ন হয় Chaos

♠ Winner - Chaos via Pinfall
• Time & Rating : 21:57 min [2.75★]


♦ Kota Ibushi vs Cody Rhodes

ম্যাচটিতে Kota Ibushi অসাধারণ একটি Phoenix Splash হিট করে পিন করে হারান Cody Rhodes কে।

এ ম্যাচটি অসাধারণ হয়েছে। Cody এর এখন পর্যন্ত সেরা ম্যাচ। ম্যাচে দারুন কিছু মুহূর্ত এর দেখা মিলে। ম্যাচের শেষে Cody মিস করে Disaster Kick এবং Ibushi সুযোগে হিট করে Straightjacket German কিন্তু ভালো একটি Near Fall. পরে Ibushi হিট করে Knee Strike এবং Phoenix Splash হিট করে Pinfall এর মাধ্যমে জয়ী হয় Kota Ibushi

♠ Winner - Kota Ibushi via Pinfall
• Time & Rating : 16:07 min [4★]


♦ Los Ingobernables de Japon (EVIL & SANADA) [VS] Killer Elite Squad (Davey Boy Smith, Jr। & Lance Archer) ©

[IWGP Tag Team Championship match]


এই ম্যাচে SANADA একটি দেখারমতো moonsault হিট করে পিন করেন Smith কে। ফলে Killer Elite Squad কে হারিয়ে নতুন IWGP Tag Team Champions হয়ে যান EVIL এবং SANADA

এ ম্যাচটিও ভালো হয়েছে। ম্যাচে ভালো কিছু মুভ দেখা গেছে। ম্যাচের শেষ পর্যায়ে LIJ হিট করে Smith কে Magic Killer. তারপর Sanada হিট করে Moonsault এবং Pinfall এর মাধ্যমে নতুন চ্যাম্পিয়ন হয় Los Ingobernables de Japan .

♠ Winner - Los Ingobernables de Japan via Pinfall
• Time & Rating : 14:00 min [3★]


♦ Hirooki Goto vs Minoru Suzuki ©

[NEVER Openweight Championship, Hair বনাম, Hair Match]

ম্যাচে Hirooki, Suzuki কে GTR হিট করার মাধ্যমে জয় তুলে নেন আর হয়ে যান নতুন NEVER Openweight Champion। আর এর ফলে ম্যাচের স্টিপুলেশন অনুযায়ী Suzuki এর চুল ছেটে দেয়া হয়!

ম্যাচটি ভালো হয়েছে। ম্যাচের শেষে Suzuki কে বেশ কয়েকটি GTR হিট করে Pinfall এর মাধ্যমে জয়ী এবং নতুন চ্যাম্পিয়ন হয় Hirooki Goto

♠ Winner - Hirooki Goto via Pinfall
• Time & Rating : 18:06 min [3.25★]


♦ Will Ospreay vs Hiromu Takahashi vs KUSHIDA vs Marty Scurll ©

[IWGP Junior Heavyweight Championship match]

ম্যাচে জয় পান Will Ospreay আর হয়ে যান নতুন IWGP Junior Heavyweight Champion

অসাধারণ ম্যাচ হয়েছে। Too Good. ম্যাচে ভালোই ডমিনেট করে Will Osprey. অনেক ভালো মুভ দেখা যায়। ম্যাচের শেষে Marty তার ছাতা দিয়ে সবাইকে মারে। তখন মারতে যাবে Osprey কে, তখন সে কাউন্টার করে Spanish Fly হিট করে এবং শেষে তার ফিনিশার Oscutter হিট করে Pinfall এর মাধ্যমে জয়ী হয়ে নতুন চ্যাম্পিয়ন হয় Will Osprey

♠ Winner - Will Osprey via Pinfall
• Time & Rating : 18:00 min [4.50★]


♦ Hiroshi Tanahashi © vs “Switchblade” Jay White 

[IWGP Intercontinental Championship match]

এতক্ষন পর্যন্ত সবগুলো ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নসরা হারতেছিলো কিন্তু এই ম্যাচে তার উল্টোটা ঘটলো! ম্যাচে Jay কে পিন করে হারিয়ে ইভেন্টে প্রথমবারের মতো টাইটেল রিটেন করেন Hiroshi Tanahashi

এ ম্যাচটি আশানুরূপ ভালো হয়নি। ম্যাচে আরও অনেক কিছু করা যেত। Tanahashi হিট করে Suplex ও Bridge কিন্তু কিক আউট করে White. পরে শেষে High Fly Flow হিট করে Pinfall এর মাধ্যমে সফল ভাবে টাইটেল রিটেইন করে Hiroshi Tanahashi

♠ Winner - Hiroshi Tanahashi via Pinfall
• Time & Rating : 19:45 min [3★]


♦ Chris Jericho বনাম, Kenny Omega ©

[IWGP United States Heavyweight Championship No Disqualification Match]

সম্ভবত এই ম্যাচটাই ছিলো সবথেকে awaiting ম্যাচ! এই ম্যাচটিকে ঘিরে কোনো রেসলিং ফ্যানেরেই আগ্রহের কমতি ছিলো না। তাদের ফিউড বিল্ড আপ আর ম্যাচ স্টিপুলেশন এই ম্যাচটিকে করে তুলেছিলো মাস্ট ওয়াচ ম্যাচ! ম্যাচটি হয়েছেও ঠিক তেমন। অসাধারণ একটি ম্যাচ শেষে, শেষ হাসিটা হাসলেন Kenny Omega!

Jericho কে স্টিল চেয়ারের ওপর OneWinged Angel হিট করার পর পিন করে ম্যাচ জিতে যান Kenny Omega

এই ম্যাচের জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি আমরা। ম্যাচ দারুণ হয়েছে Stipulation দেওয়ায় আরো ভালো হয়েছে। হ্যা, অনেকের খারাপ লাগতে পারে কারণ Jericho কে তেমন মুভ ব্যবহার করতে দেওয়া হয়নি। তারপরও ম্যাচটির আকর্ষণ অনেক বেশি বিরাজ করে। Chris Jericho বেশ কয়েক বার Omega এর মাথা Steel Chair এর আঘাত করায়। এক পর্যায়ে Omega এর মাথা থেকে রক্ত বের হয়ে যায়। BUSTED OPEN!! Jericho তারপর HBK Style এ রশির উপর পোজ দেয়। Omega তারপর বেশ কয়েকটি Knee Strike হিট করে। পরে টেবিল ভেঙে পরে Jericho. তারপর Kenny হিট করে V Trigger. বেশ ভালো বুকিং হয়েছে। এই বয়সে Jericho কি দেখালো!!! শেষে Jericho এর উপর একটি চেয়ার রেখে তার উপরে হিট করে One Winged Angel এবং Pinfall এর মাধ্যমে টাইটেল ডিফেন্ড করে Cleaner' Kenny Omega

♠ Winner - Kenny Omega via Pinfall
• Time & Rating : 35:15 min [4.50★]


• Main Event :


♦ Kazuchika Okada © বনাম, Tetsuya Naito

[IWGP Heavyweight Championship match]

এটিই ছিলো এবারের Wrstling Kingdom এর মেইন ইভেন্ট। ম্যাচটি ছিলো এক কথায় অস্থির! যদি ম্যাচটিকে 55★ ও দেয়া হয় তবেও আমি শকড হবো না! ম্যাচে Naito কে Rainmaker হিট করে জয় তুলে নেন Kazuchika Okada আর রিটেইন করেন তার টাইটেল।

What a F***ing Match. Okada আবারও দেখালো কেন সে সেরা!! পরপর ৩য় বারের Wrestle Kingdom এর মেইন ইভেন্ট করছে Kazuchika Okada. ম্যাচে Naito সেই প্রতিভা দেখালো। ম্যাচ এ অনেক মুভ দেখা গেছে। ম্যাচের শেষে Naito কে ২য় রোপ থেকে Jumping Tombstone হিট করে Okada এবং শেষে তার ফিনিশার RAINMAKER!!! হিট করে Pinfall এর মাধ্যমে সফল ভাবে টাইটেল ডিফেন্ড করে Kazuchika Okada

♠ Winner - Kazuchika Okada via Pinfall
• Time & Rating : 36:30 min [5★!!!!]
•• Overall - 8.5/10

এই ছিলো এবারের #Wrewtling_Kingdom এর ফলাফল। একটা বিষয় হয়তো অনেককেই বিভ্রান্ত করেছে আর তা হলো রেসলারদের নাম! 

হ্যা রেসলারদের নামগুলো খুবই আনকমন, কিন্তু রেসলারদের বেশির ভাগ জাপানি বা ওই অঞ্চলীয় হবার কারণে তাদের এমন আনকমন নাম। তাদের এমন নামের কারণে হয়তো পোস্টটি একটু odd হয়ে গেছে! but never mind আমি যথাযত চেষ্টা করেছি পোস্টটিকে পরিষ্কারভাবে তুলে ধরতে। 😊

বিদ্রঃ (©) এই চিহ্নটি ধারা যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদেরকে বোঝানো হয়েছে।
• লেখক ঃ ‎Anik Siddique‎ , Fahim Fam।