আমরা সবাই জানি বর্তমানে WWE কে কড়া টক্কর দেওয়ার কোম্পানি হচ্ছে শুধুমাত্র AEW বা All Elite Wrestling। ধনকুবের Shahid Khan এর পুত্র Tony Khan ২০১৯ সালের ১লা জানুয়ারি এটির সুচনা করেন, পিতার আর্থিক সামর্থ্যের সুযোগ নিয়ে WWE থেকে Chris Jericho, Dean Ambrose (Jon Moxley), Luke Harper, Cody & Dustin Rhodes, Jim Ross, Vickie Guerrero প্রমুখ রেসলার এবং ট্যালেন্টদেরকে একের পর এক টোনি নিজের রোস্টারে সামিল করে নেয়, ঠিক যেমন WWE করতো এক সময়ে, ফলে ২ দশকের মধ্যে প্রথমবার কোন কোম্পানি WWE এর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সক্ষম হচ্ছে। এইসমস্ত ব্যক্তিরা প্রায় সকলেই একসুরে বলেছেন, AEW এর বিশেষত্ব হল "ক্রিয়েটিভ ফ্রিডম", অর্থাৎ কিভাবে কাজ করতে হবে তার স্বাধীনতা পাওয়া, যেটি WWE তে তেমন একটা মিলে না।

সে যাই হোক, এখন আসল কথাই আসি। WWE এর সপ্তাহে তিনটি করে শো সম্প্রচারিত হয় সেখানে AEW এর হয় মাত্র একটি করে। Raw এবং SmackDown, AEW এর সঙ্গে একই দিনে প্রচারিত না হলেও WWE NXT, AEW Dynamite এর সঙ্গে একই দিনে প্রচারিত হয় এবং রেটিং এর লড়াইয়ে Dynamite ই এখন এগিয়ে থাকে।  এরফলে যেসব চ্যানেল WWE এর শো সম্প্রচার করে তারা এখন চিন্তার মধ্যে আছে যে WWE কে সম্প্রচার করবে না AEW কে। এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে Sky Sports Italy জানিয়ে দিয়েছে যে তারা WWE এর শো সম্প্রচার করতে আর ইচ্ছুক নয়।  তাদের মধ্যে দীর্ঘ ১২ দশকের যে সম্পর্ক ছিল সেটি ভাঙ্গার কারন হিসাবে বলা হচ্ছে WWE এর শো সম্প্রচার করার অধিক মুল্য এবং রেটিং এর অধঃপতন। 

এটিও শোনা যাচ্ছে যে Sky Sports Italy, AEW এর সঙ্গে একটি ডিল সাইন করেছে এবং ৩১শে জুলাই থেকে তারা প্রতি শুক্রবার AEW Dynamite সম্প্রচার করতে শুরু করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগেই Sky এর জার্মানি, অস্ট্রিয়া এবং UK শাখাও WWE এর সাথে কন্ট্রাক্ট বাতিল করেছিল, প্রথমে Sky এর ইচ্ছা ছিল WWE এর সাথে পুনরায় কন্ট্রাক্ট সাইন করবে কিন্তু পরবর্তীতে তারা AEW কেই বেছে নেয়। 

ভালো করে দেখলেই বোঝা যাবে যে WWE এটি নিয়ে আসলেই চিন্তিত, কিছুদিন আগে যখন AEW ঘোষণা করে যে তারা দুই সপ্তাহ ব্যাপি  Fyter Fest আয়োজন করবে, তখন তার জবাবে WWE জানাই তারাও দুই সপ্তাহ ব্যাপি The Great American Bash পুন:আয়োজন করবে।  রেটিং এর দিক থেকেও AEW এবং WWE এর মধ্যে কাঁটার টক্কর হচ্ছে। যদি পূর্বে উল্লিখিত তথ্যগুলি সত্য হয় এবং AEW আসলেই তাদের শো কে প্রতি শুক্রবার সম্প্রচার করা শুরু করে তাহলে তাদের AEW Dynamite সরাসরি WWE SmackDown এর সঙ্গে প্রতিযোগিতা করতে শুরু করবে, এবং সেটি বাস্তবায়িত হলে রেটিং এ কে এগিয়ে থাকে সেটা দেখার জন্য পুরো রেসলিং বিশ্বই তাকিয়ে থাকবে, আমরা আবার কি সেই "Monday Night Wars" বা এই ক্ষেত্রে "Friday Night Wars" দেখতে পাবো? সময়ই একমাত্র এটার জবাব দিতে পারে। পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। 

• লেখক ঃ রেসলিং বাংলা ওরিজিনাল।

AEW কি WWE কে পিছনে ফেলে দিচ্ছে?


আমরা সবাই জানি বর্তমানে WWE কে কড়া টক্কর দেওয়ার কোম্পানি হচ্ছে শুধুমাত্র AEW বা All Elite Wrestling। ধনকুবের Shahid Khan এর পুত্র Tony Khan ২০১৯ সালের ১লা জানুয়ারি এটির সুচনা করেন, পিতার আর্থিক সামর্থ্যের সুযোগ নিয়ে WWE থেকে Chris Jericho, Dean Ambrose (Jon Moxley), Luke Harper, Cody & Dustin Rhodes, Jim Ross, Vickie Guerrero প্রমুখ রেসলার এবং ট্যালেন্টদেরকে একের পর এক টোনি নিজের রোস্টারে সামিল করে নেয়, ঠিক যেমন WWE করতো এক সময়ে, ফলে ২ দশকের মধ্যে প্রথমবার কোন কোম্পানি WWE এর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সক্ষম হচ্ছে। এইসমস্ত ব্যক্তিরা প্রায় সকলেই একসুরে বলেছেন, AEW এর বিশেষত্ব হল "ক্রিয়েটিভ ফ্রিডম", অর্থাৎ কিভাবে কাজ করতে হবে তার স্বাধীনতা পাওয়া, যেটি WWE তে তেমন একটা মিলে না।

সে যাই হোক, এখন আসল কথাই আসি। WWE এর সপ্তাহে তিনটি করে শো সম্প্রচারিত হয় সেখানে AEW এর হয় মাত্র একটি করে। Raw এবং SmackDown, AEW এর সঙ্গে একই দিনে প্রচারিত না হলেও WWE NXT, AEW Dynamite এর সঙ্গে একই দিনে প্রচারিত হয় এবং রেটিং এর লড়াইয়ে Dynamite ই এখন এগিয়ে থাকে।  এরফলে যেসব চ্যানেল WWE এর শো সম্প্রচার করে তারা এখন চিন্তার মধ্যে আছে যে WWE কে সম্প্রচার করবে না AEW কে। এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে Sky Sports Italy জানিয়ে দিয়েছে যে তারা WWE এর শো সম্প্রচার করতে আর ইচ্ছুক নয়।  তাদের মধ্যে দীর্ঘ ১২ দশকের যে সম্পর্ক ছিল সেটি ভাঙ্গার কারন হিসাবে বলা হচ্ছে WWE এর শো সম্প্রচার করার অধিক মুল্য এবং রেটিং এর অধঃপতন। 

এটিও শোনা যাচ্ছে যে Sky Sports Italy, AEW এর সঙ্গে একটি ডিল সাইন করেছে এবং ৩১শে জুলাই থেকে তারা প্রতি শুক্রবার AEW Dynamite সম্প্রচার করতে শুরু করবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগেই Sky এর জার্মানি, অস্ট্রিয়া এবং UK শাখাও WWE এর সাথে কন্ট্রাক্ট বাতিল করেছিল, প্রথমে Sky এর ইচ্ছা ছিল WWE এর সাথে পুনরায় কন্ট্রাক্ট সাইন করবে কিন্তু পরবর্তীতে তারা AEW কেই বেছে নেয়। 

ভালো করে দেখলেই বোঝা যাবে যে WWE এটি নিয়ে আসলেই চিন্তিত, কিছুদিন আগে যখন AEW ঘোষণা করে যে তারা দুই সপ্তাহ ব্যাপি  Fyter Fest আয়োজন করবে, তখন তার জবাবে WWE জানাই তারাও দুই সপ্তাহ ব্যাপি The Great American Bash পুন:আয়োজন করবে।  রেটিং এর দিক থেকেও AEW এবং WWE এর মধ্যে কাঁটার টক্কর হচ্ছে। যদি পূর্বে উল্লিখিত তথ্যগুলি সত্য হয় এবং AEW আসলেই তাদের শো কে প্রতি শুক্রবার সম্প্রচার করা শুরু করে তাহলে তাদের AEW Dynamite সরাসরি WWE SmackDown এর সঙ্গে প্রতিযোগিতা করতে শুরু করবে, এবং সেটি বাস্তবায়িত হলে রেটিং এ কে এগিয়ে থাকে সেটা দেখার জন্য পুরো রেসলিং বিশ্বই তাকিয়ে থাকবে, আমরা আবার কি সেই "Monday Night Wars" বা এই ক্ষেত্রে "Friday Night Wars" দেখতে পাবো? সময়ই একমাত্র এটার জবাব দিতে পারে। পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। 

• লেখক ঃ রেসলিং বাংলা ওরিজিনাল।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!